ডোজ় পিছু খরচ ৬০০ টাকা, ভারতেই সবথেকে চড়া দামে বিক্রি হবে কোভিশিল্ড!

টিকাকরণের শুরুতেই সেরাম সংস্থার তরফে জানানো হয়েছিল, প্রথমে ১৫০ টাকা দামে টিকা বিক্রি করলেও পরবর্তী সময়ে দাম বাড়ানো হবে।

ডোজ় পিছু খরচ ৬০০ টাকা, ভারতেই সবথেকে চড়া দামে  বিক্রি হবে কোভিশিল্ড!
ফাইল চিত্র।

|

Apr 24, 2021 | 1:43 PM

নয়া দিল্লি: আর বিনামূল্যে নয়, ১ মে থেকে বেসরকারি হাসপাতালে সেরাম ইন্সটিটিউটের করোনা টিকা নিতে গেলে খরচ করতে হবে ৬০০ টাকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ প্রচেষ্টায় তৈরি এই ভ্যাকসিনই পৃথিবীর সবথেকে দামী ভ্যাকসিন হতে চলেছে।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়। ১৫০ টাকা প্রতি ডোজ় মূল্যে কিনলেও কেন্দ্রের তরফে তা বিনামূল্যেই দেওয়া হচ্ছিল। সেই সময় সেরাম সংস্থার প্রধান আদার পুনাওয়ালা জানিয়েছিলেন, ১৫০ টাকায় প্রতি ডোজ় বিক্রি করেও সংস্থা লাভ করছে। তিনি আরও জানিয়েছিলেন প্রথম ১০ কোটি ভ্যাকসিনের ডোজ় ২০০ টাকায় বিক্রি করলেও পরবর্তী সময়ে খোলা বাজারে তা এক হাজার টাকায় বিক্রি করা হবে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশ যখন নাজেহাল, সেই সময়ই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে, টিকাকরণে বয়সসীমা তুলে নেওয়া হচ্চে। ১৮ বছরের উর্ধ্ব যে কেউ এই টিকা নিতে পারবেন। একইসঙ্গে রাজ্যগুলিকে সরাসরি টিকা প্রস্তুতকারক সংস্থার কাছ থেকেও টিকা কেনার অনুমতি দেওয়া হয়।

এরপরই সেরাম ইন্সটিটিউটের তরফে তাদের তৈরি টিকা কোভিশিল্ডের দাম জানানো হয়। রাজ্য সরকারকে ৪০০ টাকা প্রতি ডোজ় ও বেসরকারি হাসপাতালগুলিতে ৬০০ টাকা প্রতি ডোজ়ে ভ্যাকসিন বিক্রি করা হবে। কোভিশিল্ডের জন্য যদি ৪০০ টাকাও দিতে হয়, তবে তা আমেরিকা, ব্রিটেন, ইউরোপের নানা দেশের ভ্যাকসিনের দামের তুলনায় অনেক বেশি হবে। এমনকি বাংলাদেশ, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকাতেও এর থেকে কম দামে ভ্যাকসিন রফতানি করা হয়েছে।

বিশ্বের অধিকাংশ দেশেই করোনা টিকা বিনামূল্যেই করোনা টিকা দেওয়া হয়। তবে টিকাকরণের শুরুতেই সেরাম সংস্থার তরফে বলা হয়েছিল, “মোদী সরকারের অনুরোধেই আমরা নিজেদের লভ্যাংশটুকুও বাদ দিয়ে প্রতি ডোজ় ১৫০ টাকায় বিক্রি করছি। তবে আগামিদিনে বিদেশী সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগীতায় টিকে থাকতে সংস্থার টিকা প্রস্তুতির ক্ষমতা বাড়াতে, নতুন ও উন্নত প্রযুক্তি আনতে হবে। এর জন্য প্রয়োজন অর্থের।”

বাকি দেশগুলির কাছে কী দামে টিকা বিক্রি করে সেরাম?

ইউরোপের ২৭টি দেশে সেরাম সংস্থার ভ্যাকসিনের দাম ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে রয়েছে। ব্রিটেনে এই ভ্যাকসিনের দাম ২২৫ টাকার কাছাকাছি। ব্রিটিশ মেডিক্যাল জার্নালের তথ্য অনুযায়ী, আমেরিকায় অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দাম ৩০০ টাকার কাছাকাছি। ব্রাজিলেও ভ্যাকসিনের প্রতি ডোজ়ের দাম প্রায় ২৫০ টাকা।

অন্যদিকে বাংলাদেশে করোনা ভ্যাকসিনের প্রতি ডোজ়ের দাম ৩০০ টাকা। যদিও সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, প্রতি ডোজ় ভ্যাকসিন কিনতে খরচ হচ্ছে আনুমানিক ৩৭৪ টাকা। ইউনিসেফের তথ্য অনুযায়ী, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকায় প্রতি ডোজ় ভ্যাকসিনের ৪০০ টাকা। তবে কেন্দ্রীয় সরকার দুই ভ্যাকসিন নির্মাতা অর্থাৎ সেরাম ও ভারত বায়োটেকের কাছ থেকে ১৫০ টাকা ডোজ় প্রতিই টিকা কিনবে।

আরও পড়ুন: বিনামূল্যেই ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার, নিয়ম অপরিবর্তিত