
নয়াদিল্লি: প্রত্যাশামতোই ফল হল। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন। হারালেন ইন্ডি জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে। এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর রাধাকৃষ্ণণকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উপরাষ্ট্রপতি নির্বাচনে এদিন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেন। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রিটার্নিং অফিসার পিসি মোদী ফল ঘোষণা করেন। তিনি জানান, এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২ ভোট। আর ইন্ডি জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন। রাধাকৃষ্ণণকে বিজয়ী ঘোষণা করে পিসি মোদী বলেন, মোট ৭৮১ জন সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দিয়েছেন। তার মধ্যে ৭৫২টি ব্যালট বৈধ ছিল। আর ১৫টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। ফলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৭৭টি ভোট।
গত ২১ জুলাই সংসদের সদ্য সমাপ্ত বাদল অধিবেশনের প্রথম দিন আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। তাঁর এই সিদ্ধান্তের পিছনে শারীরিক অসুস্থতার কথা জানান। এরপর গত ১৭ অগস্ট মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে এনডিএ প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিরোধী দলগুলির কাছে রাধাকৃষ্ণণ সমর্থনের আবেদন জানিয়েছিলেন। সর্বসম্মতিক্রমে যাতে রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই চেষ্টা করেন বিজেপি নেতারা।
তবে বিজেপির সেই অনুরোধ প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন ইন্ডি জোটের নেতারা। এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কংগ্রেস জানায়, ৩১৫ জন বিরোধী সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তাহলে ইন্ডি জোটের প্রার্থী কেন ১৫টি ভোট কম পেল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বাতিল ঘোষণা করা ১৫টি ভোট ইন্ডি জোটের সাংসদদেরই?
৬৭ বছরের রাধাকৃষ্ণণ তামিলনাড়ু থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে উপরাষ্ট্রপতি হলেন। কোয়েম্বাটুর থেকে ২ বার লোকসভার সাংসদ হয়েছিলেন তিনি। ১৬ বছর বয়সেই আরএসএসের সংস্পর্শে আসেন। তারপর ভারতীয় জনসংঘে যোগ দেন। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর তিনি বিজেপিতে যোগ দেন।