India Vice President Election: ভোটের আগের রাতেই সরে দাঁড়াল দুই! উপরাষ্ট্রপতির দৌড়ে কার মাইলেজ কতটা?
CP Radhakrishnan vs B Sudershan Reddy: এই ভোটে মোট সাংসদ বা ভোটারের সংখ্যা ৭৮১। যার মধ্যে লোকসভায় ৫৪৩, রাজ্যসভায় ২৩৩ এবং মনোনীত সাংসদ ১২ জন। সম্প্রতি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ শিবু সোরেনের মৃত্যুর কারণে বাদ পড়েছে একটি ভোট। জয়ের জন্য ম্যাজিক ফিগার এসে ঠেকেছে ৩৯১।

নয়াদিল্লি: মুখোমুখি রাধাকৃষ্ণন ও বি সুদর্শন রেড্ডি। মঙ্গলবার জগদীপ ধনখড়ের উত্তরসূরি বাছাইয়ের পরীক্ষা। গোপন ব্যালটে নিজেদের ‘মতপ্রকাশ’ করবেন সাংসদরা। নির্ধারণ হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির নাম। মঙ্গলের এই নির্বাচনের ঠিক একদিন আগেই যাবতীয় তৎপরতার সঙ্গে নিজ জোটের সাংসদদের প্রয়োজনীয় পাঠ পড়িয়ে দিয়েছে শাসক-বিরোধী। এবার বেলা গড়ালেই তাদের পাঠিয়ে দেওয়া হবে রণক্ষেত্রে, ভোটদানে।
ভোট হবে সংবিধান সদনে
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। চলবে বিকাল ৫টা পর্যন্ত। উপরাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার সাধারণ সভাপতি পিসি মুডি। জানা গিয়েছে, নতুন সংসদ ভবন তৈরি হয়ে গেলেও উপরাষ্ট্রপতি বাছাইয়ের কাজটা পুরনো সংসদ ভবন থেকেই হবে। সংবিধান সদনের রুম নং এফ ১০১-এ হবে ভোটাভুটি। সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে গণনা। রাতের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে।
নয়াদিল্লি সূত্রে খবর, এই ভোটে মোট সাংসদ বা ভোটারের সংখ্যা ৭৮১। যার মধ্যে লোকসভায় ৫৪৩, রাজ্যসভায় ২৩৩ এবং মনোনীত সাংসদ ১২ জন। সম্প্রতি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ শিবু সোরেনের মৃত্যুর কারণে বাদ পড়েছে একটি ভোট। জয়ের জন্য ম্যাজিক ফিগার এসে ঠেকেছে ৩৯১। শাসকজোট এনডিএ-র কাছে ওয়াইএসআর কংগ্রেস-র সমর্থন নিয়ে সম্ভাব্য ভোট ৪৩৯। অন্যদিকে, ইন্ডিয়া ব্লক পেতে পারে ৩২৪টি ভোট।
সরে দাঁড়াল দুই
মঙ্গলের এই নির্বাচন থেকে ইতিমধ্য়ে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে ওড়িশা এবং তেলেঙ্গানার প্রধান বিরোধী দল বিজেডি ও বিআরএস। সোমবারই এই দুই দলে শীর্ষ নেতৃত্ব সেই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছেন। উপরাষ্ট্রপতির ভোটাভুটিতে যে তারা নেই, তা সাফ জানিয়ে দিয়েছে এই দুই দল।
