Bikash Ranjan Bhattacharya on SSC: ‘আমি আপনাদের বলে দিতে পারি ওরা এখনও সততার সঙ্গে অযোগ্যদের লিস্ট পাবলিশড করবে না’, কারণটাও জানালেন বিকাশ
আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে সওয়াল করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে।

নয়া দিল্লি: যেদিন থেকে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে, সেই দিন থেকে বারবার চাকরিহারারা অযোগ্যদের নামের তালিকা দাবি করে এসেছে SSC-র কাছ থেকে। বিক্ষোভ-আন্দোলন-অনশন-এসএসসি ভবন ঘেরাও সবই করেছেন তাঁরা। কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি কমিশন। তবে, বৃহস্পতিবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সাতদিনের মধ্যে এই তালিকা SSC-র পোর্টালে পাবলিশড করতে হবে সাফ জানায় শীর্ষ আদালত। তবে কমিশন যে এই তালিকা পাবলিশড করবে না একপ্রকার আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আজ অর্থাৎ বৃহস্পতিবার টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্ট আগেই এই কথা বলেছিল। তবে তৃণমূল সরকার করবে না। আজ সুপ্রিম কোর্ট সাতদিনের সময় সীমা দিয়েছে। তবে আমি আপনাদের বলতে পারি ওরা এখনও সততার সঙ্গে সেই লিস্ট পাবলিশড করবে না।” এর কারণও তিনি বলেছেন। প্রবীণ আইনজীবীর সংযোজন, “কারণ, ওরা জানে যাঁদের থেকে টাকা নিয়েছে তাঁদের নাম বেরিয়ে এলে বিপদ। তাই কোনও কাজই সততার সঙ্গে করবে না।”
আজ কী নির্দেশ দিয়েছে কোর্ট?
আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে সওয়াল করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। সেই সময়ই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন। কেন এখনও অযোগ্যদের নাম প্রকাশ করেনি SSC? কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন? প্রশ্ন করেন বিচারপতি। এরপরই নির্দেশ দেন আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের নাম প্রকাশের।
