নয়া দিল্লি: চরম হেনস্থার মুখে ক্রিকেটার-পত্নী। ক্রিকেটার নীতীশ রানা(Nitish Rana)-র স্ত্রীকে দীর্ঘক্ষণ করে অনুসরণ ও তারপর হেনস্থা করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে দিল্লিতে (Delhi)। শনিবার দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়, মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্য়াপ্টেন তথা ব্যাটসম্যানের স্ত্রীর ভরা রাস্তায় হেনস্থার শিকার হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটার নীতীশ রানার স্ত্রী সাঁচী মারওয়া (Saachi Marwa) দিল্লির বাসিন্দা। শুক্রবার যে সময়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছিল কলকাতা নাইট রাইডার্স, সেই সময়ই দিল্লির বুকে ঘটনাটি ঘটে। স্বামী নীতীশ রানা যখন ব্যাটিং করছিলেন, সেই সময় অফিস থেকে কীর্তি নগরের বাড়িতে ফিরছিলেন সাঁচী। হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে তাঁকে অনুসরণ করা শুরু করে। সাঁচী যে গাড়িতে করে ফিরছিলেন, ঠিক তার পাশে বাইক নিয়ে চলে আসেন এবং গাড়িতে আঘাত করতে শুরু করেন। সাঁচী কোনওমতে ওই দুই বাইক আরোহীর ছবি তুলে নেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
Just saw Nitish Rana’s wife’s Instagram stories (Saachi Marwah). Two men hit her car and followed her and Delhi police to her to leave it since they left??? This is so unacceptable! pic.twitter.com/UMQwB92xWo
— PS ⚡️ (@Neelaasapphire) May 5, 2023
নাইট রাইডার্সের ক্য়াপ্টেনের স্ত্রী তাঁর ইন্সটাগ্রাম পোস্টে দিল্লি পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। তিনি জানান, পুলিশ প্রথমে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করছিল। সাবধানে বাড়ি পৌঁছে যাওয়ায়, তিনি যাতে এই বিষয় নিয়ে আর নতুন কিছু না করেন, সেই পরামর্শই দেওয়া হয় পুলিশের তরফে, এমনটাই অভিযোগ।
নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সাঁচী লেখেন, “দিল্লিতে সাধারণ একটি দিন। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। এই দুইজন হঠাৎ আমার গাড়িতে ধাক্কা মারতে শুরু করে! বিনা কারণে আমায় অনুসরণ করে, ধাওয়া করে। আমি পুলিশে ফোন করলে আমায় বলা হয়, সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে গিয়েছি, এই বিষয়টি যেন ছেড়ে দিই! পরেরবার নম্বর নোট করে নেবেন। ঠিক আছে, পরেরবার আমি ওদের ফোন নম্বরও নিয়ে নেব!” পরে অবশ্য অভিযুক্তদের গ্রেফতারির খবর শুনে তিনি পুলিশকে ধন্যবাদও জানান।
মারওয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সেখান থেকেই দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। অভিযুক্তদের নাম চৈতন্য শিবম ও বিবেক। তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।