AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja’s Wife: নির্বাচনের ২২ গজে অভিষেক? বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন জাডেজা-জায়া

Gujarat Assembly election: বিজেপি সূত্রে খবর তরুণদের মধ্য কংগ্রেস থেকে আসা হার্দিক প্যাটেল ও অল্পেশ ঠাকুরকেও এবারের বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হতে পারে।

Ravindra Jadeja's Wife: নির্বাচনের ২২ গজে অভিষেক? বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন জাডেজা-জায়া
ছবি: সোশ্যাল মিডিয়া
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 3:25 PM
Share

নয়া দিল্লি: ব্যাট-বল হাতে ক্রিকেটের পিচে ঝড় তোলেন স্বামী। কিন্তু চোটের জন্য এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলা হয়নি রবীন্দ্র জাডেজার (Rabindra Jadeja)। স্বামী মাঠের বাইরে থাকলেও মাঠে নামতে চলেছেন স্ত্রী। সম্ভবত সংসদীয় রাজনীতির বাইশ গজে নামতে চলেছেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। তিন বছর আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিভাবা। সূত্র মারফত জানা গিয়েছে আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচনী ময়দানে অভিষেক হতে চলেছে তাঁর। সূত্রের খবর, প্রার্থীদের নাম চূড়ান্ত করার জন্য আজই বৈঠক বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

View this post on Instagram

A post shared by Ravindrasinh jadeja (@ravindra.jadeja)

গুজরাটে প্রায় ২৭ বছর ধরে ক্ষমতা রয়েছে বিজেপি। তাই রণকৌশলগতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের মতো প্রবীণ নেতাদের এবার টিকিট দেওয়া হবে না। বিজেপির যেসব নেতাদের বয়স ৭৫ বছরের বেশি হয়ে গিয়েছে, দলীয় নিয়ম অনুযায়ী তারা টিকিট পাবেন না। এমনকী সাংসদ-বিধায়কদের পরিবারের সদস্যদের টিকিট দেওয়ার ক্ষেত্রেও বিজেপি শীর্ষ নেতৃত্বের অনীহা রয়েছে।

রিভাবা জাদেজা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। গুজরাটের কংগ্রেস নেতা হরি সিং সোলাঙ্কির সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। ২০১৬ সালের ভারতের তারকা অলরাউন্ডার জাডেজার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিভাবা। কর্ণি সেনার সঙ্গেও রিভাবা যুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, তরুণদের মধ্যে কংগ্রেস থেকে আসা হার্দিক প্যাটেল ও অল্পেশ ঠাকুরকেও এবারের বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হতে পারে। বর্তমানে বিধায়ক পদে থাকা অনেককে এবার টিকিট দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী, ডিসেম্বর ১ ও ৫ তারিখ সেখানে নির্বাচন হবে। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাটেও ভোটগণণা। দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি।