Shikhar Dhawan: ইডির দফতরে ক্রিকেটার শিখর ধাওয়ান, কী করলেন তিনি?

ED Summoned Shikhar Dhawan: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল শিখর ধাওয়ানকে। এর আগে সুরেশ রায়নাকেও তলব করা হয়েছিল।

Shikhar Dhawan: ইডির দফতরে ক্রিকেটার শিখর ধাওয়ান, কী করলেন তিনি?
ইডির দফতরে শিখর ধাওয়ান।Image Credit source: PTI

|

Sep 04, 2025 | 2:23 PM

নয়া দিল্লি: বিপাকে ক্রিকেটার শিখর ধাওয়ান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল শিখর ধাওয়ানকে। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় নাম জড়িয়েছে ধাওয়ানের। এরপরই আজ ইডি তলব করে ভারতীয় ক্রিকেট দলের তারকাকে। ইতিমধ্যেই তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ওয়ানএক্সবেট (1xBet) নামক একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের জন্য সোশ্য়াল মিডিয়ায় প্রচার করেছিলেন শিখর ধাওয়ান। ইডি তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। এই অ্যাপ প্রচারে শিখরের কী ভূমিকা ছিল, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে শিখর ধাওয়ানের বয়ান রেকর্ড করা হবে। 

পিটিআই সূত্রে খবর, ৩৯ বছর বয়সী খেলোয়াড় অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে, গত বছর বলিউড ও দক্ষিণ ভারতের একাধিক অভিনেতাকে তলব করা হয়েছিল বেটিং অ্য়াপের প্রচারের জন্য। নাম জড়িয়েছিল একাধিক খেলোয়াড়েরও। বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতি, প্রকাশ রাজ, হরভজন সিং, সুরেশ রায়না ও উর্বশী রাতৌলাকে তলব করে জেরা করেছিল ইডি।

অনলাইন বেটিং অ্যাপ নিয়ে একাধিক মামলার তদন্ত চলছে দেশজুড়ে। কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে বলে দাবি। বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

সম্প্রতিই কেন্দ্রীয় সরকারের তরফে নতুন আইন এনে টাকা সম্পর্কিত অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করা হয়। এই অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ছাড় পাবেন না। মোটা আর্থিক জরিমানা ও জেল পর্যন্ত হতে পারে।