Palash Muchhal: শুধু স্মৃতি মন্দানাকে নয়, তাঁর বন্ধুকেও ঠকিয়েছেন পলাশ! পুলিশে দায়ের হল অভিযোগ
Smriti Mandana-Palash Muchhal: সোশ্যাল মিডিয়ায় দাবি, স্মৃতিকে নাকি ঠকিয়েছেন পলাশ। বিয়ের আগের রাতে বিষয়টি জানাজানি হতেই বিয়ে ভাঙেন স্মৃতি মন্দানা। সেই বিতর্কের রেশ কাটেনি এখনও। এবার গায়ক-পরিচালক পলাশ মুচ্ছলের বিরুদ্ধে উঠল আরও এক অভিযোগ।

মুম্বই: বিয়ে ভেঙেছে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক স্মৃতি মন্দানার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দাবি, স্মৃতিকে নাকি ঠকিয়েছেন পলাশ। বিয়ের আগের রাতে বিষয়টি জানাজানি হতেই বিয়ে ভাঙেন স্মৃতি মন্দানা। সেই বিতর্কের রেশ কাটেনি এখনও। এবার গায়ক-পরিচালক পলাশ মুচ্ছলের বিরুদ্ধে উঠল আরও এক অভিযোগ। এবারও প্রতারণার অভিযোগ। ৪০ লক্ষ টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল পলাশ মুচ্ছলের বিরুদ্ধে।
বুধবার বিকেলেই মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় পলাশ মুচ্ছলের নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়। বৈভব মানে নামক এক ব্যক্তি অভিযোগ করেন যে পলাশ মুচ্ছল তাঁর থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। বৈভব স্মৃতি মন্দানার ছোটবেলার বন্ধু। স্মৃতির বাবার মাধ্যমেই পলাশের সঙ্গে আলাপ হয়েছিল বৈভবের। তিনি সিনেমায় প্রযোজনার কাজ করেন।
পলাশের সঙ্গে আলাপ-পরিচয়ের পরই তারা একসঙ্গে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিল। পলাশ বৈভবের কাছ থেকে সিনেমা তৈরির জন্য ৪০ লক্ষ টাকা নেয়। ‘নাজারিয়া’ নামে ওই সিনেমার পোস্টারও প্রকাশিত হয়, কিন্তু কোনওদিনই আর সেই সিনেমা তৈরি করেনি বা কোনও ওটিটি-তে মুক্তি পায়নি। পলাশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর নম্বর ব্লক করে দেয়।
পলাশের কাছ থেকে মাসের পর মাস অপেক্ষা করার পরও টাকা ফেরত না পেয়েই পুলিশের দ্বারস্থ হন বৈভব। পুলিশ সুপারিন্টেন্ডেন্টের কাছে অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই বিপুল টাকা দেওয়ার প্রমাণ জমা দিয়েছেন বৈভব। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।
