Crime News: স্বামীকে বিরিয়ানি খাইয়ে খুন, সারা রাত দেহের পাশে বসে উদ্দাম যৌনতার ভিডিয়ো দেখলেন স্ত্রী!

Andhra Pradesh: তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন মাধুরী। সম্প্রতিই মাধুরী স্বামীকে খুন করার  পরিকল্পনা করে প্রেমিকের সঙ্গে। প্ল্যান করেই ঘুমের ওষুধ মিশিয়ে দেন বিরিয়ানিতে। শিবানাগারাজু ওই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েন।

Crime News: স্বামীকে বিরিয়ানি খাইয়ে খুন, সারা রাত দেহের পাশে বসে উদ্দাম যৌনতার ভিডিয়ো দেখলেন স্ত্রী!
স্বামী-স্ত্রী।Image Credit source: X

|

Jan 23, 2026 | 6:48 AM

গুন্টুর: স্বামীর জন্য রেঁধেছিলেন বিরিয়ানি। ভালবেসে সেই বিরিয়ানি খাইয়েও ছিলেন স্বামীকে। তবে উল্লেখ করেননি একটা কথা। ওই বিরিয়ানিতে প্রধান উপাদানই ছিল ঘুমের ওষুধ। স্বামীকে ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়েই ডেকে নিয়েছিলেন প্রেমিককে। তারপর যা যা করলেন, তা কল্পনারও অতীত।

প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করলেন স্ত্রী। তারপর সেই মৃতদেহের পাশে বসে দেখলেন নীল ছবি।  একটুও বিচলিত হলেন না। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডটি ঘটেছে অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় চিলুভুরু গ্রামে।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে লোকাম শিবানাগারাজু নামক ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে। পরে যখন ময়নাতদন্ত করা হয়, তখন জানা যায় যে দমবন্ধ করে হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে। জানা যায়, তাঁর স্ত্রী লক্ষ্মী মাধুরী ও তাঁর প্রেমিক গোপী মিলে পরিকল্পনা করে ওই ব্যক্তিকে হত্য়া করে।

তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন মাধুরী। সম্প্রতিই মাধুরী স্বামীকে খুন করার  পরিকল্পনা করে প্রেমিকের সঙ্গে। প্ল্যান করেই ঘুমের ওষুধ মিশিয়ে দেন বিরিয়ানিতে। শিবানাগারাজু ওই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েন। তারপর মাধুরী তাঁর প্রেমিক গোপীকে নিজের বাড়িতে ডেকে নেন। মুখে বালিশ চাপা দিয়ে দুইজন মিলে খুন করেন শিবানাগারাজুকে।

যাতে গ্রামবাসীদের সন্দেহ না হয়, তার জন্য বাড়িতেই মৃতদেহ নিয়ে বসে থাকেন মাধুরী। স্বামীর মৃতদেহের পাশে বসেই অশ্লীল ভিডিয়ো দেখেন। ভোরবেলা উঠে তিনি চিৎকার-চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকেন এবং বলেন যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

তবে মৃত ওই ব্যক্তির বাবা ও বন্ধুদের সন্দেহ হয়। তারা লক্ষ্য করেন যে শরীরে বেশ কিছু ক্ষত ও রক্তের দাগ রয়েছে। এরপরই তারা পুলিশে অভিযোগ করেন। শুরু হয় তদন্ত। ময়নাতদন্তেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শিবানাগারাজুর বুকে চোট পাওয়া যায়। এরপরই পুলিশ মাধুরী ও তাঁর প্রেমিক গোপীকে গ্রেফতার করে। জেরায় মাধুরী সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেন।