রাতে একটা খারাপ কথা বলেছিল পুলিশ প্রেমিকা, সকাল তাঁর থানাতেই গিয়ে যা করলেন CRPF জওয়ান…হতভম্ব সকলে

Crime: ইন্সটাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়েছিল। সেখান থেকে প্রেম, তাদের বিয়ের পরিকল্পনাও ছিল। ২০২১ সাল থেকে লিভ ইনেই থাকতেন দুইজন।

রাতে একটা খারাপ কথা বলেছিল পুলিশ প্রেমিকা, সকাল তাঁর থানাতেই গিয়ে যা করলেন CRPF জওয়ান...হতভম্ব সকলে
নিহত যুবতী।Image Credit source: X

|

Jul 20, 2025 | 7:15 AM

আহমেদাবাদ: ফের লিভ-ইন পার্টনারের হাতে খুন সঙ্গী। এত মহিলা পুলিশ কর্মীকে খুন করলেন তাঁর প্রেমিক, যিনি নিজে সিআরপিএফের কনস্টেবল। খুনের পর তিনি প্রেমিকা যে থানায় কর্তব্যরত ছিলেন, সেখানে গিয়েই আত্মসমর্পণ করেন।

গুজরাটের কচ্ছের বাসিন্দা অরুণাবেন নাটুভাই যাদব দীর্ঘদিন ধরেই দিলীপ দাংচিয়া নামক ওই যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। ইন্সটাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়েছিল। সেখান থেকে প্রেম, তাদের বিয়ের পরিকল্পনাও ছিল। ২০২১ সাল থেকে লিভ ইনেই থাকতেন দুইজন। হঠাৎ শুক্রবার রাতে ওই যুগলের মধ্যে বচসা শুরু হয়।

বচসা চলাকালীনই অরুণা প্রেমিকের মায়ের সম্পর্কে কটু মন্তব্য করে। এরপরই রাগের বশে দিলীপ অরুণার গলা টিপে ধরে এবং তাঁকে দম বন্ধ করে খুন করে। রাতটুকু প্রেমিকার মৃতদেহের সঙ্গেই কাটান দিলীপ। এরপর সকাল হতেই হাজির হন আঞ্জার পুলিশ স্টেশনে। এই পুলিশ স্টেশনেই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন অরুণা। সেখানে গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন, জানান যে অরুণাকে খুন করেছেন।

পুলি অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।