নয়া দিল্লি: অক্সিজেনের (Oxygen) অভাবে কার্যত নিঃশ্বাস নিতে পারছে না গোটা দেশ। শুক্রবার রাতেই অক্সিজেনের অভাবে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে ২৫ করোনা (COVID) রোগী প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে অক্সিজেনের অভাবে পঞ্জাবে ৬ জন প্রাণ হারিয়েছেন। লাগাতার বাড়তে থাকা এই অক্সিজেন সঙ্কট মেটাতে বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে অক্সিজেন, ভ্যাকসিন ও স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জানের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নিল কেন্দ্র। পরবর্তী ৩ মাস অক্সিজেন, স্টোরেজ ট্যাঙ্ক থেকে শুরু করে করোনা চিকিৎসা সংক্রান্ত কোনও সরঞ্জামের ওপর আমদানি শুল্ক বসাবে না কেন্দ্র।
চিকিৎসা সামগ্রীর জোগান বৃদ্ধি ও সস্তায় পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই সঙ্কটময় পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত ৩ দিন ধরে লাগাতার করোনা সংক্রান্ত বৈঠক করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার অক্সিজেন নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসার আগেই দেশে প্রাণবায়ুর উৎপাদন বৃদ্ধির কথা বলেছিলেন নমো। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ও অক্সিজেনের প্রয়োজনীয়তার প্রসঙ্গ এনেছিলেন প্রধানমন্ত্রী।
দেশে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য ইতিমধ্যেই বিদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানির চেষ্টা করছে কেন্দ্র। যা কেন্দ্রের এই আমদানি শুল্ক তুলে নেওয়ায় আরও সহজে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও দেশের কোণায় কোণায় অক্সিজেন পৌঁছে দিতে বিশেষ রেল চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। অক্সিজেন সারা দেশে জোগান দিতে হাত লাগিয়েছে সেনাও।
আরও পড়ুন: কখন দ্বিতীয় ডোজ় নিলে ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকরী হবে?