ইনদওর: জীবন সব সময় মসৃণভাবে চলে না। সফল হতে পেরোতে হয় কঠিন সময়। জীবনের কঠিন সময়ে লড়াই চিনিয়ে দেয় তাঁর চরিত্র। ঠিক যেমন দিয়েছে অজয় নামের এক যুবকের। পরিবারের অবস্থা সচ্ছল নয় অজয়ের। এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কোচিং ফি দেওয়ার সামর্থ্য নেই তাঁর পরিবারের। কোচিং ফি জোগাড় করতে নিজেই উপার্জনের পথ খুঁজে নিয়েছেন তিনি। দিনের বেলায় পড়াশোনা করেন তিনি। রাতে বিক্রি করেন চা। চা বিক্রির জন্য কোনও দোকান নেই তাঁর। সাইকেলে করে ঘুরে ঘুরেই চা বিক্রি করেন তিনি। সাইকেলে করে অজয়ের চা বিক্রির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে অজয়ের জীবন সংগ্রামের কাহিনি শুনে মন গলেছে। নেটিজেনদের। তাঁরা অজয়কে কুর্ণিশও জানিয়েছেন।
গোবিন্দ গুর্জর নামের এক সাংবাদিক নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সাইকেলে করে অজয়ের চা বিক্রির ভিডিয়ো। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন অজয়ের জীবন সংগ্রামের কাহিনি। সেই ভিডিয়ো আপলোড করে লেখা হয়েছে, ‘সাইকেলওয়ালার চা’। সেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যা বেলার ব্যস্ত রাস্তা। সেই রাস্তার মধ্যে দিয়েই সাইকেল চালাচ্ছেন অজয়। তাঁর সাইকেলের পিছনে লাগানো চায়ের কেটলি। সাইকেলে ঘুরে ঘুরেই শহরের বিভিন্ন প্রান্তে চা বিক্রি করেন তিনি। ভিডিয়োর শেষে দেখা গেল, সাইকেল থেকে নেমে এক ব্যক্তিকে ভাঁড়ে করে চা দিলেন তিনি।
इंदौर..
हमारे आदिवासी भाई अजय से मिलोगे..!अजय दिन में पढ़ाई करता है और रात को चाय बेचता है ताकि कोचिंग,रहने,खाने का खर्चा निकल से..!
सच में अजय भगवान करे कभी बड़ा आदमी बन गया तो चाय बेचने वाला ये वीडियो अजय के संघर्ष का जीता जागता सबूत साबित होगा. pic.twitter.com/N2LnR6mo2T— Govind Gurjar (@Gurjarrrrr) December 23, 2022
জানা গিয়েছে, অজয়ের বাড়ি মধ্য প্রদেশের ইনদওরে। ইনদওরে গেলে দেখা মিলবে সাইকেলে করে চা বিক্রি করা অজয়ের। চা বিক্রি করেই নিজের টিউশন ফি জোগাড় করেন আদিবাসী এই যুবক। অজয়ের লড়াই কে কুর্নিশ জানিয়েছে নেটদুনিয়া। ওই ভিডিয়োতে প্রচুর মানুষ মন্তব্য করেছেন। অজয় ভবিষ্যতে খুব সফল হোক এই কামনাও করেছেন।