ফাইল ছবি
নয়া দিল্লি: সপ্তাহ শেষে স্বস্তির খবর। মে মাসের গরম থেকে স্বস্তি দেবে বৃষ্টি (Rainfall)। আগামী দিন কয়েক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (India Meteorological Department) সূত্রে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে চলতি সপ্তাহের শেষ ও আগামী সপ্তাহের শুরু অবধি বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে সব থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার অবধি পশ্চিমি হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আগামী দুই থেকে তিনদিন হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশজুড়েই বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হতে পারে, তবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতে। আগামী ৭ মে অবধি পঞ্জাব ও হরিয়ানায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দিনভর অরুণাচল প্রদেশ ও অসমেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে বর্তমানে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের তরফে ঘূর্ণিঝড় নিয়ে এখনই নিশ্চিতভাবে কোনও কিছু জানানো না গেলেও, আগামী ৭ থেকে ৯ মে-র মধ্যে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে।
সম্ভাব্য় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলের মৎস্যজীবীদের রবিবার থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৭ ও ৮ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।