SIR in Bihar: ২৬ লক্ষ ভোটারকে ‘কারণ না দর্শিয়ে’ নোটিস! SIR নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে

Supreme Court on SIR: কী লেখা রয়েছে নোটিসে? সেই কথাও প্রধান বিচারপতি বেঞ্চকে জানান আইনজীবী। তাঁর দাবি, 'এই সাইক্লোস্টাইল নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট ভোটারের নথি যথার্থ নয়। তাই তাঁকে পর্যাপ্ত নথি প্রদান করতে হবে। কিন্তু এই পর্যাপ্ত নথির সংজ্ঞাটাই বা কী?'

SIR in Bihar: ২৬ লক্ষ ভোটারকে কারণ না দর্শিয়ে নোটিস! SIR নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে
সুুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit source: PTI

|

Dec 04, 2025 | 9:07 PM

নয়াদিল্লি: বিহারে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন চলাকালীন কোনও কারণ না দেখিয়েই যোগ্যতা প্রমাণের জন্য ২৬ লক্ষ ভোটারকে ‘সাইক্লোস্টাইল’ বা প্রতিলিপি নোটিস পাঠিয়েছে কমিশন। বৃহস্পতিবার এসআইআর নিয়ে বিভিন্ন রাজ্য় থেকে হওয়া মামলাগুলি শুনছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী। তখনই এই তথ্য জানালেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

শুনানি পর্বে আইনজীবী বলেন, ‘চূড়ান্ত তালিকায় কতজন বাদ গেলেন, কতজন যুক্ত হলেন, এই সংক্রান্ত মেশিন-পঠনযোগ্য তথ্য প্রকাশ করতে কমিশন অস্বীকার করেছে।’ এর সঙ্গেই ওই ২৬ লক্ষের প্রসঙ্গ টেনে আনেন প্রশান্ত ভূষণ। তাঁর কথায়, ‘এই নোটিসগুলি সাইক্লোস্টাইল অর্থাৎ ভোটার হিসাবে তাঁদের যোগ্যতায় সন্দেহ করার কারণ এখানে উল্লেখ নেই। কিন্তু কমিশন কি এই রকম বিনা কারণ ছাড়াই কোনও নোটিস পাঠাতে পারে?’

কী লেখা রয়েছে নোটিসে? সেই কথাও প্রধান বিচারপতি বেঞ্চকে জানান আইনজীবী। তাঁর দাবি, ‘এই সাইক্লোস্টাইল নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট ভোটারের নথি যথার্থ নয়। তাই তাঁকে পর্যাপ্ত নথি প্রদান করতে হবে। কিন্তু এই পর্যাপ্ত নথির সংজ্ঞাটাই বা কী?’

এর আগেও বিহারে হওয়া ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন আইনজীবী। আগের এক শুনানিতেও বাদ পড়াদের সংখ্য়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তাঁকে। আইনজীবী জানিয়েছিলেন, কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, ৭.৮৯ কোটি ভোটার। যাদের মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৬৫ লক্ষ নাম। তার মধ্যে ২২ লক্ষ মৃত, ৩৬ লক্ষ স্থানান্তরিত এবং ৭ লক্ষ ভুয়ো। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ে আরও ৩.৬৬ লক্ষের। যার মধ্যে ২ লক্ষ স্থানান্তরিত, ৬০ হাজার মৃত এবং ৮০ হাজার ডুপ্লিকেট। বাকি ২৬ হাজার কেন বাদ? সেই কথা কমিশন বলেনি।