DA Case-Supreme Court: ‘রাজ্য নিজেই কনফিউশন তৈরি করে সুযোগ নিচ্ছে’, DA মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

DA Case-Supreme Court: রাজ্য আগেই জানিয়েছিল যে এত সংখ্যকর্মচারীর ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। এতে প্রচুর টাকা প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিলেন রাজ্য।

DA Case-Supreme Court: রাজ্য নিজেই কনফিউশন তৈরি করে সুযোগ নিচ্ছে, DA মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট।Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2025 | 7:53 PM

নয়া দিল্লি: চলতি সপ্তাহেই শুরু হয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আর সেই শুনানিতে ফের একবার প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার পর্যবেক্ষণ, ‘রাজ্য সরকার কনফিউশন তৈরি করে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।’ নিজেরাই সমস্যা তৈরি করে সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ছ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্যকে। তবে সেই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। শীর্ষ আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

বৃহস্পতিবার বিচারপতি মিশ্রা আরও বলেন, ‘কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে।’ শুনানি চলাকালীন আইনজীবী রউফ রহিম বলেন, “কোনও সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মত ডিএ দিচ্ছে।” আইনজীবীর এই মন্তব্যের প্রেক্ষিতেই কড়া পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চের।

রাজ্য আগেই জানিয়েছিল যে এত সংখ্যকর্মচারীর ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। এতে প্রচুর টাকা প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিলেন রাজ্য।

আগের শুনানিতে বিচারপতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে স্মরণ করিয়ে দেন যে, “এই মামলায় যে রায় দেওয়া হবে, তা সব রাজ্যকে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের কাঠামোর ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”