DA Case: DA কি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে উঠল ঝড়

DA Case: সোমবারই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছিল, যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা বিপুল। এদিনের শুনানির শুরু থেকেই ডিএ আদৌ কর্মচারীদের মৌলিক অধিকার কিনা, সেটা নিয়েই আলোচনা শুরু হয়।

DA Case: DA কি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে উঠল ঝড়
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 05, 2025 | 12:41 PM

নয়া দিল্লি:  DA কি আদৌ মৌলিক অধিকার? মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয়  করোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে ডিএ মামলার শুনানির শুরুতেই এই ইস্যুতেই সওয়াল জবাব দু’পক্ষের। এদিনের শুরুতেই শুরুতেই সরকারি কর্মীদের আইনজীবী সওয়াল করেন, ডিএ সরকারি কর্মীদের মৌলিক অধিকার। যদিও রাজ্যের তরফে পাল্টা দাবি করা DA-কে কোনওমূল্যেই মৌলিক অধিকার বলা যায় না। রাজ্যের যুক্তি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই। তখন পাল্টা কর্মচারী সংগঠনের আইনজীবী প্রশ্ন করেন, কেন্দ্র যদি দিতে পারে, রাজ্য কেন কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ দেবে না? তখন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, এক-এক রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম এক-এক রকম।

উল্লেখ্য, সোমবারই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছিল, যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা বিপুল। এদিনের শুনানির শুরু থেকেই ডিএ আদৌ কর্মচারীদের মৌলিক অধিকার কিনা, সেটা নিয়েই আলোচনা শুরু হয়। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান, পুরনো মামলার নজির অনুযায়ী, ডিএ-কে কোনওভাবেই মৌলিক অধিকার বলা যায় না। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট ও ট্রাইব্যুনালে যখন মামলা চলছিল, তখন একই বিষয় উঠে আসে। ডিএ যদি মৌলিক অধিকার না হয়, তাহলে কর্মচারীরা কেন পাবেন? এই প্রশ্ন নিয়ে শুনানির প্রথমার্ধ্বে আলোচনা চলছে।

উল্লেখ্য, ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং সোমবারের শুনানিতে আরও সময় চেয়েছিল রাজ্য।