
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। বাড়তে চলেছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ। শুধু ডিএ-ই নয়, পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (DR)-ও বাড়তে চলেছে। সপ্তম পে কমিশনের অধীনে মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে। ১ জানুয়ারি, ২০২৬ থেকেই নতুন ডিএ কার্যকর হবে। শোনা যাচ্ছে, ২ শতাংশ ডিএ বাড়তে পারে।
গত ৩১ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স প্রকাশ করেছে। এবার ডিএ-ডিআর ৬০ শতাংশে পৌঁছবে।
১ জানুয়ারি থেকেই ডিএ কার্যকর হলেও, এর ঘোষণা পরে হতে পারে। সূত্রের খবর, মার্চ বা এপ্রিল মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। দেরিতে ঘোষণা করলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন।
এবারের ডিএ বৃদ্ধি আরও গুরুত্বপূর্ণ কারণ এই বছর থেকে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা। নতুন পে কমিশন চালু হলে, আগের ডিএ বেসিক পে-র অন্তর্গত করে দেওয়া হত এবং নতুন কাঠামোয় আবার শূন্য থেকে ডিএ শুরু হত। ২ শতাংশ ডিএ বৃদ্ধি হলে, কর্মীদের মাসিক বেতন অনেকটাই বাড়বে। অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে। ন্যূনতম বেতন ৪০ হাজার টাকায় পৌঁছতে পারে।
যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.১৫-তে থাকে, তাহলে-