AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওয়াকফ আইন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন দাউদি বোহরারা

Narendra Modi: মুসলিম সম্প্রদায়েরই অংশ এই দাউদি বোহরা। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই বোহরারা রয়েছেন বিশ্বের ৪০টি দেশে। আল-দাই-আল-মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনেই চলেন এই দাউদি বোহরারা।

ওয়াকফ আইন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন দাউদি বোহরারা
| Updated on: Apr 17, 2025 | 8:48 PM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষজন। সদ্য দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন ওই বিশেষ সম্প্রদায়ের লোকজন। দীর্ঘদিন ধরে এই আইনের দাবি জানিয়েছিলেন তাঁরা।

মুসলিম সম্প্রদায়েরই অংশ এই দাউদি বোহরা। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই বোহরারা রয়েছেন বিশ্বের ৪০টি দেশে। আল-দাই-আল-মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনেই চলেন এই দাউদি বোহরারা। ওয়াকফ সংক্রান্ত আইনে বদল আনার কথা বারবার বলেছিলেন তাঁরা। অবশেষে মোদী সরকার এই আইন কার্যকর করায় তাঁরা খুশি।

এদিকে, বৃহস্পতিবার শীর্ষ আদালতে ছিল ওয়াকফ সংক্রান্ত মামলার শুনানি। মোট ৭২টি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে চলছে শুনানি। বৃহস্পতিবার ওয়াকফ বোর্ডে অমুসলিম নিয়োগে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি, এই নিয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকেও সাত দিনের সময়ও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের আরও নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত যে সকল ওয়াকফ বাই ইউজার সম্পত্তির অন্তর্গত, সেগুলিতে কোনও পরিবর্তন করা যাবে না।

বাংলার অন্দরে ওয়াকফ সংশোধনী আইন ঘিরে চাপানউতোর চলছে। দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়েছে উত্তেজনা। মুর্শিদাবাদের অশান্তির প্রকোপে ঘরছাড়া হয়েছে ৫০০টির বেশি পরিবার।