S Jaishankar: কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা, সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রীর

8 Indians Death Sentence by Qatar: গত সপ্তাহেই কাতার আদালতের তরফে আট ভারতীয়দের মৃত্যুদণ্ড দেওয়া হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগেই ২০২২ সালে ওই আট ভারতীয়কে গ্রেফতার করা হয়। এরপর থেকে তাঁদের নিভৃত কারাবাসে রাখা রয়েছিল। যদিও এই মামলা সম্পর্কে ভারত বা কাতার সরকারের তরফে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

S Jaishankar: কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা, সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রীর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 30, 2023 | 12:05 PM

নয়া দিল্লি: কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে আট ভারতীয়। তাঁদের সাজা মকুব ও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। ওই আট ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই আট পরিবারের সঙ্গে দেখা করার পর বিদেশমন্ত্রী বললেন, “ওঁদের মুক্তির জন্য় সবরকমের চেষ্টা করা হচ্ছে।”

সোমবার সকালে বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয়ের পরিবারের সঙ্গে আজ সকালে দেখা করলাম। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ওই পরিবারের উদ্বেগ ও বেদনা বুঝতে পারছি। ওনাদের মুক্তির জন্য সরকার সবরকমের চেষ্টা করছে। এই বিষয়ে ওনাদের পরিবারকেও অবগত করা হবে।”

কাতার আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরই বিদেশ মন্ত্রকের তরফে এই রায়কে অপ্রত্য়াশিত বলা হয়েছিল। কাতার সরকারের সঙ্গে ওই আট ভারতীয়ের মুক্তি নিয়ে কথা বলা হবে বলেই জানানো হয়েছিল।

যে আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাঁরা হলেন কম্যান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কম্যান্ডার সুগুনাকর পাকালা, কম্যান্ডার অমিত নাগপাল, কম্যান্ডার সঞ্জীব গুপ্তা, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভর্মা, ক্য়াপ্টেন সৌরভ বশিষ্ঠ ও নাবিক রাগেশ গোপাকুমার।