Air India Plane Crash: ছিন্নভিন্ন হাত-পা-মাথা, মিলেছে ৩১৯টি দেহাংশ, মৃত্যু ঠিক কতজনের

Air India Plane Crash: বিমান ভেঙে পড়ার পর যাত্রীদের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে চেনার উপায় নেই। এমনকী অনেকের দেহ থেকে হাত-পা আলাদাও হয়ে গিয়েছে।

Air India Plane Crash: ছিন্নভিন্ন হাত-পা-মাথা, মিলেছে ৩১৯টি দেহাংশ, মৃত্যু ঠিক কতজনের
ধ্বংসস্তূপের ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 14, 2025 | 9:33 AM

আহমেদাবাদ: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। একজন বাদে প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। এছাড়া যে জায়গায় এয়ার ইন্ডিয়ার বি৭৮৭ বিমানটি ভেঙে পড়েছে, সেখানেও বহু মানুষের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৪।

গত বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজ হস্টেলের উপর ভেঙে পড়েছে বিমান। ওই মেডিক্যাল কলেজ ও আশপাশে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজের দায়িত্বে থাকা স্থানীয় পুর প্রশাসনের দাবি, তারা মোট ৩১৯টি দেহাংশ সরকারি হাসপাতালের হাতে তুলে দিয়েছে। এক্ষেত্রে একই ব্যক্তির বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহের অংশ থাকার সম্ভাবনাই বেশি।

তবে ২৭৪ জনের মধ্যে মাত্র আটটি দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। কফিনবন্দী আটটি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিমান ভেঙে পড়ার পর যাত্রীদের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে চেনার উপায় নেই। এমনকী অনেকের দেহ থেকে হাত-পা আলাদাও হয়ে গিয়েছে। ডিএনএ পরীক্ষা করে তবেই দেহ চিহ্নিত করা সম্ভব হচ্ছে।

শুক্রবার রাত পর্যন্ত মোট নিখোঁজ বা নিহতদের পরিবারের ২১৯ জনের ডিএনএ স্যাম্পেল গ্রহণ করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে।