Delhi Budget: কেজরীবাল সরকারকে বাজেট পেশের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 21, 2023 | 6:42 PM

কেজরীবাল সরকারকে বাজেট (Delhi Budget) পেশের অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রক, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

Delhi Budget: কেজরীবাল সরকারকে বাজেট পেশের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ছবি সৌজন্যে: PTI

Follow Us

নয়া দিল্লি: দিল্লির বাজেট-জট কাটল অবশেষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি দেওয়ার পরই কেজরীবাল সরকারকে বাজেট (Delhi Budget) পেশের অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। ফলে আর ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করার ক্ষেত্রে কোনও বাধা রইল না দিল্লি সরকারের (Kejriwal Government)। যদিও এখনও এব্যাপারে কেজরীবাল সরকারের তরফে কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, গত ১৭ মার্চ কেজরীবাল সরকারের বাজেট-বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির উপ-রাজ্যপাল। যার ফলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়, “প্রস্তাবিত বাজেটে প্রশাসনিক প্রকৃতির কিছু উদ্বেগ ও রাজধানী অঞ্চলের আর্থিক স্বার্থের কথা মাথায় রেখে, স্বরাষ্ট্র মন্ত্রক কিছু পরিবর্তন করে দিল্লি সরকারকে এই বাজেট পুনরায় জমা দেওয়ার অনুরোধ করেছে। গত চার দিন ধরে দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছি। দিল্লির মানুষের সুবিধার জন্য অবিলম্বে তাদের জবাব জানানো উচিত দিল্লির সরকারের।” এরপর সোমবার সন্ধ্যায় পুনরায় বাজেটের-খসড়া স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেজরীবাল সরকারের নতুন অর্থমন্ত্রী কৈলাস গেহলট।

বাজেট পেশের বিষয়টি সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বাজেট পেশ করার আবেদন জানিয়ে চিঠিতে তিনি লেখেন, “দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের বাজেট থামিয়ে দেওয়া হল। আপনার দিল্লির জনগণের প্রতি এত রাগ কেন?” তিনি আরও লিখেছেন, “দিল্লির জনগণ জোড় হাতে আবেদন করছেন, আমাদের বাজেট পেশ করতে দিন।” প্রধানমন্ত্রীকে এই চিঠি দেওয়ার পরই অবশেষে বাজেট-জট কাটল।

উল্লেখ্য, সোমবার রাজ্য বিধানসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন নয়া নিযুক্ত অর্থমন্ত্রী কৈলাস গেহলট। এদিন সকাল ১১ টায় বিধানসভায় বাজেট পেশের কথা ছিল তাঁর। স্বরাষ্ট্র মন্ত্রক নিষেধাজ্ঞা জারি করায় এদিন বাজেট পেশ হয়নি। অবশেষে অরবিন্দ কেজরীবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার পর জট কাটলেও কবে বাজেট পেশ হবে, তা এখনও স্পষ্ট নয়। এব্যাপারে এখনও কেজরীবাল সরকারের তরফে কিছু জানানো হয়নি।

Next Article