Sextortion: যৌনতার ফাঁদে ব্যবসায়ী, ৮০ লক্ষ টাকা আদায় যুগলের

Gurugram: ব্যবসায়ীর অভিযোগ, বন্ধুত্ব গড়ে ওঠার পর ওই নামরার সঙ্গে এক রাত কাটিয়েছিলেন ওই ব্যবসায়ী। সে সময় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো গোপনে তুলে রাখে মণীশ।

Sextortion: যৌনতার ফাঁদে ব্যবসায়ী, ৮০ লক্ষ টাকা আদায় যুগলের
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 28, 2022 | 8:39 PM

গুরুগ্রাম: যৌনতার ফাঁদে ফেলে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ উঠল এক যুগলের বিরুদ্ধে। ওই যুগল ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে প্রায় ৮০ লক্ষ টাকা আদায় করেছে বলে অভিযোগ। ব্যবসায়ীর অভিযোগ ভিত্তিতে অভিযুক্ত যুগলকে গ্রেফতারির জন্য খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, ওই যুগল ইউটিউবার। তাঁদের একটি বিজ্ঞাপন এজেন্সিও রয়েছে। যৌনতার ফাঁদে ফেলে টাকা আদায়ের ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।

জানা গিয়েছে, ওই যুগল গুরুগ্রাম জেলার বাদশাপুরের বাসিন্দা। তাঁদের নাম নামরা কাদির ও মনীশ বেণীওয়াল। তাঁদের একটি বিজ্ঞাপন এজেন্সি রয়েছে। মাস কয়েক আগে বিজ্ঞাপনের কাজে ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন তাঁরা। সোহনা রোডের একটি হোটেলে দেখা করেন তাঁরা। ব্যবসার কাজে ওই ব্যবসায়ী তখন আড়াই লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু ওই যুগল কথা মতো কাজ করেননি। টাকা ফেরত চাইলে ওই নামরা ব্যবসায়ীকে বিয়ের প্রস্তাব দেন। এর পর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

ব্যবসায়ীর অভিযোগ, বন্ধুত্ব গড়ে ওঠার পর ওই নামরার সঙ্গে এক রাত কাটিয়েছিলেন ওই ব্যবসায়ী। সে সময় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো গোপনে তুলে রাখে মণীশ। সেই ভিডিয়ো ছডিয়ে দেওয়ার ভয় দেখিয়েই টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। এই ব্যবসায়ীকে গত কয়েক মাস ধরে ব্ল্যাকমেল করেন অভিযুক্তরা। এমনকি টাকা দিতে অস্বীকার করলে ধর্ষণের মামলা দায়েরের হুমকিও দেওয়া হয়। এ ভাবেই ওই ব্যবসায়ীর থেকে ৮০ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। এর পরই পুলিশের কাছে গোটা ঘটনার কথা জানান ব্যবসায়ী। এই যুগলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৮, ৩২৮, ৪০৬, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই গ্রেফতার করা হবে তাঁদের।