Delhi BJP: পুরনিগমে আপের কাছে ধরাশায়ী, ‘দায়’ নিয়ে পদত্যাগ দিল্লি বিজেপির সভাপতির

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 11, 2022 | 6:33 PM

Delhi BJP: দিল্লি বিজেপির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আদেশ গুপ্তা। তিনি দিল্লি পুর নির্বাচনে নিজের হারের দায় নিলেন তিনি।

Delhi BJP: পুরনিগমে আপের কাছে ধরাশায়ী, দায় নিয়ে পদত্যাগ দিল্লি বিজেপির সভাপতির
ছবি সৌজন্যে: ANI

Follow Us

নয়া দিল্লি: ১৫ বছরের বিজেপির দুর্গ ঝাড়ুর ঝড়ে ভেঙে দিয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দিল্লির পুরনিগম নির্বাচনে(MCD Poll) এ জয়ী হয়েছে অরবিন্দ কেজরীবালের আপ। এই আবহে ফলাফল ঘোষণার কয়েকদিনের মধ্যে ইস্তফা দিলেন দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা। ভারতীয় জনতা পার্টির তরফে এই তাঁর পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছ থেকে এহেন নির্দেশ পাওয়ার পরই আদেশ গুপ্তা বিজেপি প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

দিল্লি পুরনিগম নির্বাচনে হারের পরই আদেশকে সরিয়ে অন্য এক নেতাকে বেছে নিতে চাইল বিজেপি বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এদিকে আদেশ গুপ্তার জায়গায় বীরেন্দ্র সচদেভাকে নিয়োগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিল্লির কার্যনির্বাহী সভাপতি হিসেবে তিনিই দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে দলের তরফে। তবে নির্বাচনে হারের পরই প্রধানের মুখ বদলের ফলে গোটা নির্বাচনের হারের দায় আদেশ গুপ্তার উপর বিজেপি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এদিকে বিজেপি দিল্লির সভাপতি হিসেবে পদত্যাগের পর আদেশ গুপ্তা বলেন, ‘দিল্লি পুরনিগম নির্বাচনে আশানুরূপ ফলাফল করতে পারেনি বিজেপি। এই হারের দায় আমি নিচ্ছি। দিল্লির বিজেপি সভাপতি পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি।’

প্রসঙ্গত,গত বুধবার দিল্লির পুরনিগম নির্বাচনে রেকর্ড জয় হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টির। গত রবিবার দিল্লির পুরনিগমের ২৫০ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই দলই মাঠে ময়দানে নেমে ব্যাপক প্রচার চালিয়েছিল। তারপর ভোটের অঙ্কে ২৫০ টি আসনের মধ্যে ১৩৪ টি আসন আপ পেয়ে দিল্লি পুরনিগম নির্বাচনে তাঁরা জয় হাশিল করে। এরপর ১৩৪ টি আসন নিয়ে পুরবোর্ড গঠন করতে চলেছে অরবিন্দ কেজরীবাল।

Next Article