Delhi Blast News: শুধু i-20 নয়, উমরের কাছে ছিল লাল Ford-ও! এই গাড়িতে কী পেল গোয়েন্দারা?

Delhi Blast Update: তথ্য তালাশ করে জানা যায় যে উমর নবি দুটি গাড়ি কিনেছিলেন। একটি গাড়িতে সোমবার বিস্ফোরণ হয়। তদন্তকারীরা উমরের দ্বিতীয় গাড়ি, এই লাল রঙের ফোর্ড ইকো স্পোর্টস গাড়িটিও খুঁজছিল, কারণ আশঙ্কা ছিল, এই গাড়িতেও বিস্ফোরক রাখতে পারে জঙ্গিরা।

Delhi Blast News: শুধু i-20 নয়, উমরের কাছে ছিল লাল Ford-ও! এই গাড়িতে কী পেল গোয়েন্দারা?
উদ্ধার হওয়া উমর নবির গাড়ি।Image Credit source: X

|

Nov 13, 2025 | 8:03 AM

নয়া দিল্লি: চিকিৎসকরাই জঙ্গি। দিল্লি বিস্ফোরণকাণ্ডে স্পষ্ট সন্ত্রাসযোগ। আর সেখানেই যিনি বিস্ফোরণ ঘটিয়েছেন, সেই ডঃ উমরকে নিয়েই বড় তথ্যসূত্র পেল গোয়েন্দারা। সোমবার, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ হয়েছিল সাদা রঙের আই-২০ গাড়িতে। ওই গাড়ি ছিল ডঃ উমরের নামে। তদন্তে নেমে জানা যায়, তাঁর আরও একটি গাড়ি রয়েছে। সেই গাড়ির অবশেষে হদিশ পেল পুলিশ।

বুধবার রাতে ফরিদাবাদের খান্ডেলওয়ালি গ্রামের কাছ থেকে উদ্ধার করা হয় লাল রঙের ফোর্ড ইকোস্পোর্টস গাড়ি। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটিরও মালিক ছিলেন ডঃ উমর উন নবি ওরফে উমর মহম্মদ। দিল্লিতে রেজিস্টার্ড ছিল এই গাড়ির নম্বরটি।

বিস্ফোরণের পর যখন উমর নবির নাম-ঠিকানা আসে পুলিশের হাতে, তখনই তথ্য তালাশ করে জানা যায় যে উমর নবি দুটি গাড়ি কিনেছিলেন। একটি গাড়িতে সোমবার বিস্ফোরণ হয়। তদন্তকারীরা উমরের দ্বিতীয় গাড়ি, এই লাল রঙের ফোর্ড ইকো স্পোর্টস গাড়িটিও খুঁজছিল, কারণ আশঙ্কা ছিল, এই গাড়িতেও বিস্ফোরক রাখতে পারে জঙ্গিরা। শুরু হয় চিরুণি তল্লাশি। শেষে বুধবার ফরিদাবাদের খান্ডেলওয়ালি গ্রামের বাইরে থেকে এই লাল গাড়িটি উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, মিথ্যা ঠিকানা দিয়ে গাড়িটি কিনেছিলেন উমর নবি। যে জায়গা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে, তার থেকে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। এই আল ফালাহ ইউনিভার্সিটিতেই চিকিৎসা করতেন ডঃ মুজাম্মিল ও ডঃ শাহিন। মুজাম্মিলের ভাড়া নেওয়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক। অন্যদিকে ডঃ শাহিন জইশ-ই-মহম্মদের মহিলা উইংয়ের প্রধান। তিনিই এই সন্ত্রাসবাদী কার্যকলাপের মাথা ছিলেন।

সূত্রের খবর, যে বাড়ির কাছ লাল গাড়িটি পাওয়া গিয়েছে, তা উমরের এক বন্ধুর। তাঁর গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে, সাদা আই-২০ গাড়িটিও সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল। ওএলএক্সের মাধ্যমে রয়্যাল কার জোন থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে এই গাড়িটি কেনা হয়েছিল।

তদন্তকারীদের অনুমান, বড় একটা নেটওয়ার্ক তৈরি করেছিল জঙ্গিরা। তাদের পালানোর পরিকল্পনাও ছিল। এই হামলা চালানো হত আগামী ২৬ জানুয়ারি। দিল্লির লালকেল্লা সহ আরও বেশ কয়েকটি জায়গায় সিরিয়াল ব্লাস্ট করানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। তবে আগেই বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি সোমবার বিস্ফোরণ ঘটায় উমর নবি।