Delhi CM Face: শেষ হয়েছে ঝাড়া বাছাই! দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? ভেবে ফেলেছে বিজেপি

Delhi CM Face: ওই সময়কালে বিদেশসফর শেষ করে দেশেও ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সূত্রের খবর, সম্ভবত সেই বৈঠকে যোগ দিতে পারেন তিনিও। এছাড়াও, থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

Delhi CM Face: শেষ হয়েছে ঝাড়া বাছাই! দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? ভেবে ফেলেছে বিজেপি
Image Credit source: PTI

|

Feb 14, 2025 | 2:00 PM

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন? রাজধানীতে এই নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। আর তার আগেই প্রকাশ্যে শপথের দিনক্ষণ।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত চলতি মাসের ১৯ অথবা ২০ তারিখ করে দিল্লির বুকে আয়োজিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু, যেখানে এখনও মুখ্যমন্ত্রী মুখই নির্বাচন হয়নি, সেখানে তার আগেই শপথের দিনক্ষণ ঠিক করা কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

তবে বিজেপির চাল বরাবরই অন্যরকম। সেই প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শপথগ্রহণের ঠিক দু’দিন আগেই হয়তো একটা বড় বৈঠক করতে চলেছে বিজেপির সর্বভারতীয় নেতারা। সূত্রের খবর, ফেব্রুয়ারির ১৭ ও ১৮ তারিখ করে হবে সেই বৈঠক। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, কে বা কারা বসতে চলেছেন দিল্লির সরকারের মাথায়।

ওই সময়কালে বিদেশসফর শেষ করে দেশেও ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সূত্রের খবর, সম্ভবত সেই বৈঠকে যোগ দিতে পারেন তিনিও। এছাড়াও, থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তবে সেই বৈঠকের আগেই অবশ্য ১৫ জন বিধায়ককে নির্বাচন করে ফেলেছে বিজেপি। যাদের মধ্যে আবার লুকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মুখও।

প্রসঙ্গত, গত ৮ই ফেব্রুয়ারি মিটেছে দিল্লির নির্বাচন। বেরিয়েছে ফলাফল। ২৭ বছর রাজধানীর মসনদ ফিরে পেয়েছে পদ্ম শিবির। চলতি বছরের ভোটেই আপের তিন দশকের দূর্গ ভেঙে দিয়েছে তারা। বিজেপির স্টার প্রার্থী প্রবেশ ভর্মার সামনে হেরে গিয়েছেন খোদ কেজরীবালও। অবশ্য়, এই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এই প্রবেশ ভর্মাই নাকি অনেকটাই এগিয়ে বলে খবর বিজেপির অন্দর সূত্রে।