Monthly aid for women: মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা, নারী দিবসেই বড় ‘উপহার’

Monthly aid for women: এই স্কিমের বাস্তবায়নের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। রেখা গুপ্তা জানান, খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে। সেখানে মহিলারা এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

Monthly aid for women: মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা, নারী দিবসেই বড় উপহার
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Mar 08, 2025 | 4:54 PM

নয়াদিল্লি: নারী দিবসেই মহিলাদের জন্য বড় ‘উপহার’ দিল্লি সরকারের। দিল্লিতে বিধানসভার নির্বাচনের সময় ‘সংকল্প পত্র’-এ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। নারী দিবসেই এই সিদ্ধান্তে সিলমোহর দিল দিল্লির মন্ত্রিসভা। শনিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে দিল্লির মন্ত্রিসভা ‘মহিলা সমৃদ্ধি যোজনা’-য় অনুমোদন দিল।

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর রেখা গুপ্তা বলেন, “দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। আজ নারী দিবসে মন্ত্রিসভার বৈঠকে ওই স্কিমে অনুমোদন দেওয়া হয়েছে।” এই স্কিম বাস্তবায়নের জন্য ৫১০০ কোটি টাকা অনুমোদন করল রেখা গুপ্তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

এই স্কিমের বাস্তবায়নের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। রেখা গুপ্তা জানান, খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে। সেখানে মহিলারা এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই স্কিমের সুবিধা পেতে কী কী প্রয়োজন, তাও জানানো হবে।

দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে আম আদমি পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, ফের ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২১০০ টাকা দেওয়া হবে। সেখানে বিজেপি প্রতিশ্রুতি দেয়, তারা মহিলাদের মাসে ২৫০০ টাকা দেবে।

এর আগে দিল্লির বিরোধী দলনেত্রী অতিশি বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, “নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মহিলাদের আর্থিক সাহায্যে নিয়ে স্কিমে অনুমোদন করা হবে। এবং ৮ মার্চের মধ্যে দিল্লির প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫০০ টাকা ঢুকবে। কিন্তু, গত ২০ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে কোনও সিদ্ধান্তই হল না।”

মহিলাদের আর্থিক সাহায্য নিয়ে এদিন মন্ত্রিসভার অনুমোদনের পর দিল্লির মন্ত্রী আশিস সুদ বলেন, “দিল্লি সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার শুধু মুখে বলে না। খুব শীঘ্রই মহিলাদের টাকা দেওয়া হবে। রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করা হবে।”