Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালকে তলব CBI-এর

Sukla Bhattacharjee |

Apr 14, 2023 | 7:44 PM

মণীশ সিসোদিয়ার পর এবার খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালকে তলব CBI-এর
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Follow Us

নয়া দিল্লি: এবার সিবিআইয়ের তলবের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য কেজরীবালকে (Arvind Kejriwal) তলব করেছে সিবিআই (CBI)। আগামী ১৬ এপ্রিল, রবিবার বেলা ১১টার সময় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে কেজরীবালকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে আবগারি দুর্নীতি মামলায় কেজরির ডেপুটি মণীশ সিসোদিয়াকে তলব করেছিল সিবিআই। এই মামলাতেই বর্তমানে জেলবন্দি রয়েছেন সিসোদিয়া।  যদিও ‘ষড়যন্ত্র করে কেজরীবালের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে’ বলে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন আপ নেতা সঞ্জয় সিং।

সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় নতুন কিছু তথ্য-প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে। তার ভিত্তিতেই এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই আগামী রবিবার বেলা ১১টায় দিল্লিতে সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য শুক্রবারই অরবিন্দ কেজরীবালকে নোটিশ পাঠিয়েছে সিবিআই।

যদিও সিবিআই তলব প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য। করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। তবে দিন কয়েক আগেই কেজরীবালের দল আম আদমি পার্টি জাতীয় দলের তকমা পেয়েছে। তারপরই কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে আপ সুপ্রিমো বলেছিলেন, “আপ জাতীয় দলের মর্যাদা পেয়েছে। এবার সকলে জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।” এদিন কেজরীবাল সিবিআই তলব নিয়েও মুখ না খুললেও এটি কেন্দ্রের চক্রান্ত বলে তোপ দেগেছেন আপ নেতা সঞ্জয় সিং। দলীয় নেতা-কর্মীদের অভয়বার্তা দিয়ে তিনি বলেন,  “AAP-এর একজন নেতাও এই উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে ভয় পাবেন না। এর আগেও দলের অনেক মন্ত্রী, নেতা-কর্মীকে নিশানা করা হয়েছে। তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। অরবিন্দ কেজরীবালকে তলব করে, জেলে পাঠিয়ে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেও আমাদের লড়াই থামানো যাবে না।”

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরী-সরকারের উপ-মুখ্যমন্ত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। চক্রান্ত করেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং জামিন দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মণীশ সিসোদিয়ার আইনজীবী।

দিল্লির আবগারি দুর্নীতি মামলা কী?

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর কেজরীবাল সরকার নতুন আবগারি নীতি কার্যকর করে। এই নীতি কার্যকর করার পরই রাজস্ব ক্ষতির মুখে পড়ে দিল্লি সরকার। তারপর ২০২২ সালে এব্যাপারে উপ-রাজ্য়পাল ভি.কে সাক্সেনাকে রিপোর্ট জমা দেন তৎকালীন মুখ্য সচিব। সেই রিপোর্টে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মদ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। তারপর উপ-রাজ্যপালের সুপারিশেই এর তদন্ত শুরু করে সিবিআই। মণীশ সিসোদিয়া সহ ১৫ জনকে অভিযুক্ত করে সিবিআই।

Next Article