
নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) আজ বুধবার আরও জোরালভাবে দাবি জানিয়েছেন ব্যাঙ্ক নোটে লক্ষ্মী ও গণেশের ছবি থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে তিনি আবেদন জানিয়েছেন, নতুন নোটে এই দুই দেবদেবীর ছবি থাকলে দেশের অর্থনৈতিক সংকট দূর হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কেজরীবাল দাবি করেছেন ‘১৩০ কোটি ভারতবাসীর হয়ে তিনি এই দাবি জানিয়েছেন’। কেজরীবালের দাবি, ব্যাঙ্ক নোটে মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি দেবী লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা দরকার।
मैंने प्रधानमंत्री जी को पत्र लिखकर 130 करोड़ भारतवासियों की ओर से निवेदन किया है कि भारतीय करेंसी पर महात्मा गांधी जी के साथ-साथ लक्ष्मी गणेश जी की तस्वीर भी लगाई जाए। pic.twitter.com/OFQPIbNhfu
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 28, 2022
হিন্দিতে লেখা চিঠি টুইটারে পোস্ট করেন দিল্লির মুখ্যমন্ত্রী। মোদীকে লেখা চিঠিতে তিনি লেখেন, “দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এমনকী স্বাধীনতার ৭৫ বছর পরও ভারত উন্নয়নশীল ও গরিব দেশ হিসেবে পরিচিত। দেশ গঠনে একদিকে কঠোর পরিশ্রম প্রয়োজন অন্যদিকে ভগবারে আশীর্বাদের প্রয়োজনীয়তাও রয়েছে।” বুধবার সাংবাদিক বৈঠক করে অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, তাঁর এই দাবির পিছনে মানুষের সমর্থন রয়েছে। তিনি বলেন, “মানুষ দারুণভাবে এই দাবিকে সমর্থন করছেন, সকলেই চাইছেন এটি দ্রুত বাস্তবায়িত হোক।”
বৃহস্পতিবার আম আদমি পার্টি প্রধান জানিয়েছেন, মা লক্ষ্মী সম্বৃদ্ধির দেবী এবং গণেশ যাবতীয় বাধা দূর করেন। আপ প্রধান বলেন, “আমি কখনই বলছি না সব নোটের ছবি বদলে দিতে। কিন্তু প্রত্যেক মাসে নতুন করে যে নোট ছাপা হয় তাতে এই ছবিগুলি ছাপা হতে পারে।” মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে এনে কেজরীবাল জানিয়েছেন, সেখানকার নোটেও গণেশের ছবি রয়েছে। “ইন্দোনেশিয়া পারলে আমরা পারব না কেন? ইন্দোনেশিয়ার ২০ হাজার রুপিয়ার নোটে গণেশের ছবি রয়েছে।”
কেজরীবালের এই দাবির পিছনে, সূক্ষ্ম হিন্দুত্বের রাজনীতি দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সামনেই হিমাচল প্রদেশ ও গুজরাটে বিধানসভা নির্বাচন, এমনকী সামনেই দিল্লি পুর নির্বাচন। নির্বাচনে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপি এবং সেই কারণে বিজেপির নির্ভরযোগ্য হিন্দু ভোটে থাবা বসাতেই চাইছে তারা। কেজরীবালের এই দাবিকে ‘ইউ টার্ন’ বলে দাবি করেছে বিজেপি, অন্যদিকে কংগ্রেসের দাবি নির্বাচনে সুবিধা পেতেই ভোটের আগে এই দাবি জানিয়েছেন কেজরীবাল।