AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tahawwur Rana: দিল্লি থেকে যাবে ফোন! আদালতে বড় স্বস্তি মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার

Tahawwur Rana: রানার জীবনের একটা বড় অংশ কেটেছে জেলেই। এর আগে আমেরিকায় গরাদের পিছনে বন্দি ছিলেন তিনি। তারপর তাকে সেখান থেকে নিয়ে আসা হয় ভারতে। দিন কতক NIA দফতরের নীচ তলার সেলে বন্দি থাকা পর আপাতত রানার ঠাঁই হয়েছে তিহাড় জেলে।

Tahawwur Rana: দিল্লি থেকে যাবে ফোন! আদালতে বড় স্বস্তি মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার
তাহাউর রানাImage Credit: PTI
| Updated on: Jun 09, 2025 | 3:36 PM
Share

নয়াদিল্লি: মুম্বই হামলার মূলচক্রীকে সাময়িক স্বস্তি আদালতের। সোমবার দিল্লির পাটিয়ালা হাউস আদালতে পেশ করা হয়েছিল তাহাউরের আর্জি। সেখানেই মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, তিহাড় জেল থেকেই সমস্ত নিয়ম মেনে ফোন যাবে রানার বাড়িতে। তিনি যখন ফোনে কথা বলবেন, সেই সময় জেলের কোনও উদ্ধর্তন কর্তৃপক্ষকে সেখানে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, তিহাড় কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্য়ে রানার স্বাস্থ্য রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

রানার জীবনের একটা বড় অংশ কেটেছে জেলেই। এর আগে আমেরিকায় গরাদের পিছনে বন্দি ছিলেন তিনি। তারপর তাকে সেখান থেকে নিয়ে আসা হয় ভারতে। দিন কতক NIA দফতরের নীচ তলার সেলে বন্দি থাকা পর আপাতত রানার ঠাঁই হয়েছে তিহাড় জেলে। আর সেখানে ঢুকতেই স্বাস্থ্যকে পুনরায় হাতিয়ার করেছেন রানা।

এর আগে ভারতে প্রত্যাপর্ণ এড়াতেও এই স্বাস্থ্য়কেই হাতিয়ার করেছিলেন রানা। আর ভারতে এসেও বদলায়নি বয়ান। তিহাড়ে রানার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার আইনজীবীরা। সেই ভিত্তিতেই এবার রানার-রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বারবার নিজের পরিবারের সঙ্গে কথা বলার দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছে রানা। এর আগে তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা সেই আর্জি খারিজ হয়ে যায়। কিন্তু সোমবার অবশেষে বাড়িতে ফোন করার অনুমতি পেলেন রানা।