নয়া দিল্লি: অবশেষে সাংসদ হিসেবে শপথ নিতে চলেছেন, জম্মু ও কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত, ইঞ্জিনিয়ার রশিদ। সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য তিনি প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন। মঙ্গলবার (২ জুন), সেই আবেদন মেনে নিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-ও এই বিষয়ে আপত্তি করেনি। রশিদের আবেদনে সম্মতি জানিয়েছে তারা। তারপরই এই আদেশ দেন পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা জজ, চন্দরজিৎ সিং। ফলে, আগামী ৫ জুলাই, সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য ইঞ্জিনিয়ার রশিদকে দুই ঘণ্টার জন্য সংসদে নিয়ে যাওয়া হবে।
ইঞ্জিনিয়ার রশিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদে তহবিল জোগানের অভিযোগ রয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন-এর আওতায় হওয়া এক মামলায় তাঁকে গ্রেফতার করেছে এনআইএ। বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দি আছেন। জেল থেকেই তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বারামুলা কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ ছিল কিন্তু এক হেভিওয়েট নেতা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা, ওমর আবদুল্লা। তাঁকে রশিদ দুই লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন। এই আসনে অপর প্রার্থী ছিলেন জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স দলের নেতা সাজ্জা ডি গণি লোন।
কারাবন্দী এই নেতা অতীতে জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্যও ছিলেন। লোকসভা নির্বাচনের আগে তাঁর হয়ে প্রচার চালিয়েছিলেন তাঁর ছেলে আবরার রশিদ এবং আসরার রশিদ। কিন্তু, তিনি জিতে যাওয়ার পর তো আর তাঁর হয়ে সাংসদের কাজ করতে পারবেন না তাঁর ছেলেরা। তাই, শপথ গ্রহণ এবং অন্যান্য সংসদীয় কার্য সম্পাদনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন বা প্যারোলে মুক্তি চেয়েছিলেন তিনি।