Delhi Liquor Tax Income: যে মদে মিশে ‘শেষ’ আপ, সেই মদেই ‘মালামাল’ বিজেপি, আয় হল কয়েক হাজার কোটি

Avra Chattopadhyay |

Mar 30, 2025 | 3:55 PM

Delhi Liquor Tax Income: নতুন সরকার গঠনের পর পূর্ববর্তী আপ সরকারের বিরুদ্ধে একাধিক CAG বা ক্যাগ রিপোর্ট পেশ করেছে বিজেপি। এমনকি, এই আবগারি শুল্ক যাতে 'মালামাল' হল বিজেপি। তা নিয়ে আপের নেতাদের 'কথা শোনাতে' ছাড়েনি তারা।

Delhi Liquor Tax Income: যে মদে মিশে শেষ আপ, সেই মদেই মালামাল বিজেপি, আয় হল কয়েক হাজার কোটি
প্রতীকী ছবি
Image Credit source: PTI | Getty Image

Follow Us

নয়াদিল্লি: মদ ও মদীয় রাজনীতিতে ‘ঘর ভেঙেছে’ আপের। কেজরীবালের ‘সাধারণ’ ভাবমূর্তিকে হটিয়ে দিল্লিতে নিজেদের দূর্গ তৈরি করেছে বিজেপি। এখন সেই মদই কিন্তু ‘মালামাল’ করছে তাদের। সম্প্রতি দিল্লি বিধানসভায় বিজেপি বিধায়ক অভয় ভর্মা ২০২৪-২৫ অর্থবর্ষে আবগারি শুল্কে কত আয় হয়েছে তা জানতে প্রশ্ন করেন।

সেই প্রশ্নের উত্তরেই বিজেপি বিধায়ককে জানানো হয়, গত এক বছরে আবগারি শুল্কে দিল্লি সরকারের আয় হয়েছে ৫ হাজার কোটি টাকা। এছাড়াও, ফেব্রুয়ারি পর্যন্ত দুধ ও দুগ্ধ জাতীয় পণ্যে আয় হয়েছে ২০৯ কোটি টাকা।

নতুন সরকার গঠনের পর পূর্ববর্তী আপ সরকারের বিরুদ্ধে একাধিক CAG বা ক্যাগ রিপোর্ট পেশ করেছে বিজেপি। এমনকি, এই আবগারি শুল্ক যাতে ‘মালামাল’ হল বিজেপি। তা নিয়ে আপের নেতাদের ‘কথা শোনাতে’ ছাড়েনি তারা।

দিল্লির এই সদ্য গঠিত সরকার বিধানসভায় আরও জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে মদে মোট ৫ হাজার ১৬৪ কোটি টাকা আয় হয়েছিল রাজ্যের। ২০২২-২৩ অর্থবর্ষে আয় হয়েছিল ৫ হাজার ৫৪৭ কোটি এবং ২০২১-২১ অর্থবর্ষে আয় হয়েছিল মোট ৫ হাজার ৪৮৭ কোটি টাকা।

এই আবগারি শুল্কে আয় নিয়ে তথ্য পেশ করার সময় বিধানসভায় আরও একটি তথ্য তুলে ধরে সে রাজ্যের বিজেপি সরকার। সেই তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে দিল্লিতে মোট ২১.২৭ কোটি লিটার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনে বিক্রি হয়েছে ৫.৮২ লক্ষ লিটার। সেই বছরেই দুধ বিক্রি করে সরকারের আয় হয়েছিল ৩০০ কোটি টাকা।

Next Article