Sukanya Mondal: এ বছর আর ছাড়া পাচ্ছেন না কেষ্ট-কন্যা!
Sukanya Mondal: সম্প্রতি সুকন্যা মণ্ডলের আইনজীবী নিয়ে একটা সমস্য়া তৈরি হয়। এর আগে শুনানির পূর্বেই তাঁর আইনজীবী সরে দাঁড়ান মামলা থেকে। এর ফলে রাউজ অ্যাভিনিউ কোর্ট হোক বা দিল্লি হাইকোর্ট, সুকন্যার মামলা আদালতে উঠলে তাঁর হয়ে লড়ার আইনজীবীর অভাব।
নয়া দিল্লি: এ বছর আর তিহাড়-মুক্তি হল না কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের। স্থগিত হয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। দিল্লি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন সুকন্যা। আদালত জানিয়েছেন পরবর্তী শুনানি হবে ১০ জানুয়ারি। অর্থাৎ এ বছর দিল্লি হাইকোর্টে আর এই মামলার শুনানির সম্ভাবনা নেই। তেমনটা যদি হয়, তাহলে আগামী চার মাস আর হাইকোর্ট থেকে জামিন পাবেন না সুকন্যা। অন্যদিকে জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলও। অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি ২৭ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা মণ্ডল। তাঁকে তিহাড় জেলেই রাখা হয়। সম্প্রতি সুকন্যা মণ্ডলের আইনজীবী নিয়ে একটা সমস্য়া তৈরি হয়। এর আগে শুনানির পূর্বেই তাঁর আইনজীবী সরে দাঁড়ান মামলা থেকে। এর ফলে রাউজ অ্যাভিনিউ কোর্ট হোক বা দিল্লি হাইকোর্ট, সুকন্যার মামলা আদালতে উঠলে তাঁর হয়ে লড়ার আইনজীবীর অভাব। আইনজীবী সংক্রান্ত একটা সমস্যায় ভুগছেন সুকন্যা মণ্ডল। এদিকে যেহেতু এই মুহূর্তে তিনি তিহাড় জেলে রয়েছেন, ফলে তাঁর পক্ষে নিজের আইনজীবী নিজে ঠিক করাও সম্ভব হচ্ছে না।
আইনজীবী নিয়ে একটা বিড়ম্বনা রয়েছে কেষ্ট-কন্যার। এরমধ্যে আবার দিল্লি হাইকোর্টে জামিন মামলাও অনেকটাই পিছিয়ে গেল। আইনজ্ঞরা বলছেন, সুকন্যা চাইলে যেকোনও সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। চাইলে আইনজীবী না পাওয়ার বিষয়টি তিনি মেনশন করতে পারেন দিল্লির বিশেষ আদালত রাউজ অ্যাভিনিউয়ে। তবে যা পদক্ষেপই করতে চান না কেন, তাঁর আইনজীবী দরকার।