‘তোমার জন্য শৈশব নষ্ট হয়েছে আমার’, ৬৫ বছরের বৃদ্ধা মাকে জোর করে খোলাল বুরখা, দু’বার ‘ধর্ষণ’ ছেলের!

Crime: ছেলের অত্যাচারে বৃদ্ধা মহিলা বাড়ি ছেড়ে চলে যান এবং বড় মেয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের অনুরোধে ১১ অগস্ট বাড়ি ফিরে আসেন। কিন্তু অত্যাচার থামেনি।

তোমার জন্য শৈশব নষ্ট হয়েছে আমার, ৬৫ বছরের বৃদ্ধা মাকে জোর করে খোলাল বুরখা, দুবার ধর্ষণ ছেলের!
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Aug 17, 2025 | 12:31 PM

নয়া দিল্লি: মনুষ্যত্বের লজ্জা! নিজের মাকেই ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মাকে শাস্তি দিতেই যুবক এই অপরাধ ঘটিয়েছে বলে জানা গিয়েছে।

৩৯ বছরের যুবকের বিরুদ্ধে তাঁর মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬৫ বছরের বৃদ্ধা নিজেই থানায় গিয়ে অভিযোগ জানান। বৃদ্ধার দাবি, তাঁর নিজের ছেলেউ দুইবার ধর্ষণ করেছে তাঁকে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

ধৃতের দাবি, তাঁর মায়ের অতীতে অবৈধ সম্পর্ক ছিল। তাঁর শৈশব নষ্ট হয়ে গিয়েছিল ওই কারণে। তাঁর শাস্তি দিতেই মাকে ধর্ষণ করেছে।

বৃদ্ধার অভিযোগ অনুযায়ী,  দিল্লির হউজ কাজি এলাকায় স্বামী, ছেলে ও ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সম্প্রতি ওই বৃদ্ধা তাঁর স্বামী ও ছোট মেয়ের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। সেই সময়ই ছেলে তাঁর বাবাকে ফোন করে এবং অবিলম্বে দিল্লি ফিরে আসতে বলে। যুবক দাবি করে, সে যখন ছোট ছিল, তখন মায়ের অবৈধ সম্পর্ক ছিল। বাবাকে অনুরোধ করে মাকে ডিভোর্স দেওয়ার জন্য।

গত ১ অগস্ট পরিবার দিল্লিতে ফেরে। বাড়ি ফিরতেই ওই যুবক তাঁর বৃদ্ধা মাকে ঘরে বন্দি করে রাখে, জোর করে বুরখা খোলায় এবং ধর্ষণ করে। যুবক দাবি করে, মায়ের জন্য তাঁর শৈশব নষ্ট হয়ে গিয়েছিল।

ছেলের অত্যাচারে বৃদ্ধা মহিলা বাড়ি ছেড়ে চলে যান এবং বড় মেয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের অনুরোধে ১১ অগস্ট বাড়ি ফিরে আসেন। কিন্তু অত্যাচার থামেনি। ওই দিনই রাত সাড়ে ৯টা নাগাদ অভিযুক্ত বলে যে মায়ের সঙ্গে সে আলাদাভাবে কথা বলতে চায়। এরপর তাঁকে আলাদা একটি ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে রেখে দেয়।

গত ১৪ অগস্ট  মাঝ রাতে ওই যুবক ফের তাঁর মাকে ধর্ষণ করে।  এরপরই পরেরদিন, ১৫ অগস্ট বৃদ্ধা তাঁর মেয়েকে নিয়ে থানায় যান এবং ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।