Extra Marital Affair: প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী, ২ জনকেই ‘খুন’ স্বামীর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 15, 2023 | 2:00 AM

রণজিতের সঙ্গেই ইমরানের স্ত্রী খুশবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। রণজিতের সঙ্গে মেলামেশা করতে খুশবুকে নিষেধ করেছিলেন ইমরান। কিন্তু খুশবু সেই মানা শোনেননি। ইমরানের চোখের আড়ালে রণজিতের সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিলেন তিনি।

Extra Marital Affair:  প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী, ২ জনকেই খুন স্বামীর
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্ত্রীর। সম্প্রতি তাঁদের ঘনিষ্ঠা অবস্থায় দেখে ফেলেন স্বামী। এর পর স্ত্রী ও তাঁর প্রেমিককে খুন করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়। বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও তাঁর প্রেমিককে খুনে অভিযুক্ত যুবকের নাম ইমরান। তাঁর সঙ্গে খুশবুর বিয়ে হয়েছিল ১২ বছর আগে। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। ইমরান অটোচালকের কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। রণজিৎ নামের এক যুবক ছিলেন ইমরানের প্রতিবেশী। একটি কারখানায় কাজ করতেন তিনি। রণজিতের সঙ্গেই ইমরানের স্ত্রী খুশবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। রণজিতের সঙ্গে মেলামেশা করতে খুশবুকে নিষেধ করেছিলেন ইমরান। কিন্তু খুশবু সেই মানা শোনেননি। ইমরানের চোখের আড়ালে রণজিতের সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিলেন তিনি। তা সম্প্রতি ফের নজরে আসে ইমরানের। এর পরই খুশবুকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে খুন করেন ইমরান। তার পর রণজিতের পেটে কাঁচি চালিয়ে তাঁকে মেরে ফেলেন।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই মৃতের দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয়েছে পরিজনদের হাতে। পরকীয়া সম্পর্কের জটিলতাতেই এই খুন বলে জানিয়েছেন তিনি।

Next Article