নয়াদিল্লি: শাশুড়িকে ২ লক্ষ টাকা ধার দিয়েছিলেন এক ব্যক্তি। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি দিল্লির বাসিন্দা। ২ বছর আগে ধার দেওয়া সেই টাকা শাশুড়ি ফিরিয়ে দেননি বলে অভিযোগ। টাকা ফেরতের জন্য বার বার বলেও লাভ হয়নি। তাই টাকা আদায়ে নিজেরই শাশুড়ির নাতি অর্থাৎ নিজের ভাইপোকে অপহরণ করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। যদিও পুলিশ ওই ব্যক্তির পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে জানা গিয়েছে। অম্বালা রেল স্টেশন থেকে অপহৃত ৭ বছরের বাচ্চাটিকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনার কথা জানানো হয়েছে পুলিশের তরফে।
জানা গিয়েছে, টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সাত বছরের ওই বাচ্চা। কিন্তু সেখান থেকে ফিরে না আসায় তার বাবা-মা চিন্তায় পড়ে যান। টিউশন সেন্টারে গেলে সেখান থেকে জানানো হয়, ক্লাসের শেষে বন্ধুদের সঙ্গে বেরিয়ে গিয়েছে সে। এর পর পুলিশের দ্বারস্থ হন অপহৃত বাচ্চাটির বাবা-মা। অপহরণের মামলাও দায়ের করে পুলিশ। এর পর কোচিং সেন্টারের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। সেখানে মুখে মাফলার জড়ানো এক ব্যক্তির খোঁজ মেলে। এর পর বাচ্চাটির বাবাকে নিয়ে অম্বালা স্টেশনে যায় পুলিশ। সেখানে বাবাকে দেখেই চেঁচিয়ে ওঠে বাচ্চাটি। এর পর অপহরণকারীর হাত থেকে বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশি জেরায় অপরহণকারী জানিয়েছে, তিনি শাশুড়িকে ২ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু বার বার বলা সত্ত্বেও সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। তাই ভাইপোকে অপহরণ করে টাকা ফেরতের ছক করেছিলেন বলে জেরায় জানিয়েছেন অভিযুক্ত।