Meat Shop Controversy: গোটা শ্রাবণ মাস জুড়ে বন্ধ থাকবে মাংসের দোকান?

Meat Shop Controversy: কানওয়ার যাত্রাকে ঘিরে এর আগে উত্তর প্রদেশেও বিতর্ক তৈরি হয়েছে। সেখানে যোগী সরকার কানওয়ার যাত্রার রুটে থাকা সমস্ত দোকানীদের নাম-পরিচয় সাইনবোর্ডে টাঙানোর নির্দেশ দিয়েছে, যা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে।

Meat Shop Controversy: গোটা শ্রাবণ মাস জুড়ে বন্ধ থাকবে মাংসের দোকান?
ফাইল চিত্র।Image Credit source: Pixabay

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 10, 2025 | 2:04 PM

নয়া দিল্লি: মাছ বিতর্কের পর এবার মাংস বিতর্ক? শ্রাবণ মাস জুড়ে বন্ধ থাকবে মাংসের দোকান? জোর জল্পনা এমনটাই। সূত্রের খবর, দিল্লিতে শ্রাবণ মাস জুড়ে মাংসের দোকানগুলি বন্ধ রাখা হতে পারে।

শ্রাবণ মাসে শুরু হচ্ছে কানওয়ার যাত্রা। সেই সময়ই দিল্লিতে মাংসের দোকানগুলি বন্ধ রাখার পরিকল্পনা। তবে গোটা রাজ্যজুড়ে নয়, যে রুট দিয়ে কানওয়ার যাত্রা হবে, সেই রুটে থাকা সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার পরিকল্পনা।

প্রসঙ্গত, কানওয়ার যাত্রাকে ঘিরে এর আগে উত্তর প্রদেশেও বিতর্ক তৈরি হয়েছে। সেখানে যোগী সরকার কানওয়ার যাত্রার রুটে থাকা সমস্ত দোকানীদের নাম-পরিচয় সাইনবোর্ডে টাঙানোর নির্দেশ দিয়েছে, যা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি অভিযোগ করেন যে দোকানিদের পোশাক খুলিয়ে তাঁদের ধর্মীয় পরিচয় যাচাই করা হচ্ছে।

এর আগে দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছ বিক্রি নিয়েও চরম বিতর্ক হয়েছিল। কালী মন্দিরের কাছে বাজার হওয়ায়, সেখানে মাছ বিক্রি নিয়ে আপত্তি তোলে একটি হিন্দু সংগঠন। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। যদিও পরে বাজারে মাছ বিক্রি বন্ধ হয়নি। সেই বিতর্কের পর এবার দিল্লিতে মাংস বিক্রি বন্ধ হতে পারে শ্রাবণ মাসে।