দিল্লিতে আরও ১ সপ্তাহ জারি থাকবে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 25, 2021 | 12:40 PM

দিল্লির ভয়াবহ করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ ফের লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে।

দিল্লিতে আরও ১ সপ্তাহ জারি থাকবে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
লকডাউনে শুনশান উড়ালপুল। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, পাশাপাশি দেখা দিয়েছে অক্সিজেন ও শয্যা সঙ্কট। এই পরিস্থিতিতে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা করছে দিল্লি সরকার, এমনটাই জানা গিয়েছিল। রবিবার দুপুরে সেই জল্পনাকে সত্য়ি করেই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

সূত্র মারফত, আজই দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এই ঘোষণা হতে পারে। গত সপ্তাহেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল রাজ্যজুড়ে ছয়দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। সোমবার সেই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই রবিবার ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “করোনা এখনও তাণ্ডব চালাচ্ছে। সাধারণ মানুষ চাইছেন লকডাউনের মেয়াদ যেন বাড়ানো হয়। সেই অনুরোধ মেনে আরও এক সপ্তাহের জন্য লকডাউন জারি করা হল।”

তিনি জানান, বর্তমানে রাজ্যে আক্রান্তের হার ৩৬ থেকে ৩৭ শতাংশ, যা আগে কখনও ছিল না। বর্তমানে দিল্লির অক্সিজেনের কোটা রয়েছে ৪৮০ থেকে ৪৯০ মেট্রিক টন। তবে আমাদের প্রয়োজন ৭০০ মেট্রিক টন। বর্তমানে কেবল ৩৩০ থেকে ৩৫০ মেট্রিক টন অক্সিজেনই পাওয়া যাচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী একটি পোর্টালের কথাও ঘোষণা করেন যা প্রতি দুই ঘণ্টা অন্তর অক্সিজেনের পরিমাণ আপডেট করবে। অক্সিজেন প্রস্তুতকারক, সাপ্লাইয়ার ও হাসপাতাল এই তথ্য আপডেট করবে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে।

প্রথম থেকেই লকডাউনের বিরোধিতা করলেও গত সপ্তাহে লকডাউন ঘোষণার সময় তিনি বলেন, “আমরা যদি এখনই লকডাউন না করি, তবে আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে। সরকার আপনাদের সম্পূর্ণ দেখভাল করবে। সমস্ত দিক পর্যালোচনা করেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

বিগত এক সপ্তাহ ধরেই রাজ্যে ভয়ঙ্কর অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। গতকালই দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতাল জানায়, অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। দিল্লির গঙ্গারাম হাসপাতাল ও গান্ধী হাসপাতালেও এক ঘণ্টার অক্সিজেন পড়ে রয়েছে বলে জানানো হয়।

এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে সাহায্য চাইলেও জবাবে তিরস্কার জোটায় গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানিয়ে বলেন, “আপনাদের কাছে যদি অতিরিক্ত অক্সিজেন থাকে তবে তা দিতে আমাদের সাহায্য করুন। কেন্দ্র আমাদের সাহায্য করলেও করোনার তীব্রতা ও ভয়াবহতায় সমস্ত সাহায্যই কম পড়ছে।”

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের, যা একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে গতকাল দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলির তরফেও জানানো হয় যে তাঁরা আরও দীর্ঘ লকডাউন চান।

আরও পড়ুন: দ্রুত টিকাকরণে উদ্ধব রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস সেরাম কর্তার

Next Article