Delhi Ordinance Bill: দিল্লি অধ্যাদেশ বিলে সবুজ সঙ্কেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 25, 2023 | 10:15 PM

Delhi Ordinance Bill: এই বিলের বিরোধিতায় তৃণমূল সহ একাধিক দলকে পাশে পেয়েছে আম আদমি পার্টি।

Delhi Ordinance Bill: দিল্লি অধ্যাদেশ বিলে সবুজ সঙ্কেত কেন্দ্রীয় মন্ত্রিসভার
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: দিল্লি অধ্যাদেশ বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাদল অধিবেশনেই সেই বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে রাখতে এই বিল আনা হচ্ছে। এই অধ্যাদেশ নিয়ে আগেই কেন্দ্রের তীব্র বিরোধিতা করেছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি।

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে অরবিন্দ কেজরীবাল সরকারের সঙ্গে কেন্দ্র বিরোধ ছিল কেন্দ্রের। পরে সুপ্রিম কোর্টে মামলা হলে আদালত জানায়, পুলিশ, জমি ও আইন-শৃঙ্খলার ক্ষমতা ছাড়া বাকি প্রশাসনিক অধিকার থাকবে দিল্লি সরকারের হাতেই।

সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরই আপ সরকার দিল্লির এক আমলার বদলির নির্দেশ দেয়। এরপরই গত ১৯ মে কেন্দ্রের তরফে অর্ডিন্যান্স জারি করা হয়। দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকবে বলেই উল্লেখ করা হয়ে সেই অর্ডিন্যান্সে। এবার সেই বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এই বিলের বিরোধিতায় অরবিন্দ কেজরীবাল একাধিক দলকে পাশে পেয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ছাড়াও উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, এম কে স্টালিন, হেমন্ত সোরেনের মতো নেতারা কেজরী সরকারকেই সমর্থন করছে। প্রথম দিকে কংগ্রেস এই নিয়ে নীরব ছিল। তবে দিল্লি অধ্যাদেশ বিলের বিরোধিতায় সংসদে সরব হবে তারা।

Next Article