AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Republic Day Security: প্রজাতন্ত্র দিবসে প্রথমবার পুলিশের চোখে ‘AI’ সানগ্লাস

AI Sunglass: এই সানগ্লাস কীভাবে ব্যবহার করতে হবে তার জন্য পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সানগ্লাসে রয়েছে থার্মাল ইমেজিং টেকনোলজি-ও। একটি ভারতীয় কোম্পানি এই চশমা তৈরি করেছে। কীভাবে কাজ করবে এই সানগ্লাস?

Republic Day Security: প্রজাতন্ত্র দিবসে প্রথমবার পুলিশের চোখে 'AI' সানগ্লাস
| Edited By: | Updated on: Jan 22, 2026 | 5:56 PM
Share

এই প্রথম রিপাবলিক ডে প্যারেড চলাকালীন উপস্থিত দর্শকদের উপর নজর রাখতে দিল্লি পুলিশ ‘AI’ সানগ্লাস পরবে। এবছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে একগুচ্ছ নয়া চমক থাকছে দর্শকদের জন্য। লালকেল্লায় কাছে বিস্ফোরণের পর এতবড় অনুষ্ঠানের আয়োজন হচ্ছে রাজধানীতে। তার জন্য নিরাপত্তায় এবছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ দল ‘AI’ সানগ্লাস পরে নিরাপত্তার তদারকি করছে এবছর। এই সানগ্লাসে রয়েছে ‘অ্যাডভান্সড ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ বা (FRS)। নজরদারির কাজে এবছর প্রযুক্তিকে বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেশ মহলা। তিনি আরও জানিয়েছেন, শুধু পুলিশের সানগ্লাসেই নয়, এবছর সব সিসিটিভিতেও ‘ভিডিও অ্যানালিটিক্স’ ও FRS থাকছে।

এই সানগ্লাস কীভাবে ব্যবহার করতে হবে তার জন্য পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সানগ্লাসে রয়েছে থার্মাল ইমেজিং টেকনোলজি-ও। একটি ভারতীয় কোম্পানি এই চশমা তৈরি করেছে। কীভাবে কাজ করবে এই সানগ্লাস? দিল্লি পুলিশ জানিয়েছে, এই চশমা পরে কারও দিকে তাকালেই তাঁর ছবি উঠে যাবে। সেই ছবি মুহূর্তের মধ্যে দিল্লি পুলিশের ডেটাবেসে পৌঁছে যাবে। কারও গতিবিধি সন্দেহজনক বলে মনে হলে, তখনই দিল্লি পুলিশ নিজেদের ডেটাবেসে ওই ব্যক্তির কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি না, সেটা খতিয়ে দেখে নিতে পারবে। কোনও ক্রিমিনাল রেকর্ড হিস্ট্রি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পুলিশ আটক করতে পারবে। ভিড়ের মধ্যেও দুষ্কৃতীদের খুঁজে পেতে পুলিশের কোনও সমস্যা হবে না বলেই দাবি দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার। গোটা দেশের মধ্যে দিল্লি পুলিশই এই প্রথম AI সানগ্লাস ব্যবহার করবে।

ai sunglass

কীভাবে এই সানগ্লাস পরে কাজ করতে হবে সেটা হাতেকলমে শেখানো হয়েছে মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের। কোমল নামের এক মহিলা পুলিশ জানাচ্ছেন, একটি মোবাইলের ফোনের সঙ্গে এই সানগ্লাস ‘লিংক’ করা থাকছে। চশমা ও মোবাইল হাতে পুলিশ প্যারেডে ডিউটি করবে। ওই মোবাইল ফোনে প্রাথমিকভাবে ৬৫ হাজার কুখ্যাত দুষ্কৃতীর নাম-ধাম রয়েছে। তাদের মধ্যে কেউ প্যারেডের সময় দর্শকাসনে ঢোকার চেষ্টা করলেই এই চশমা তাকে ‘লাল’ রঙের মার্ক করে দেখাবে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করবে। এই সানগ্লাসে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা লাগানো রয়েছে। সরাসরি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সঙ্গে এই সানগ্লাসের ক্যামেরার ফিড যুক্ত থাকছে। কেউ যদি নিষিদ্ধ কোনও জিনিস নিয়ে প্যারেডে ঢোকার চেষ্টা করে তাহলে এই সানগ্লাসের থার্মাল ইমেজে সেটা ধরা পড়ে যাবে। বিমানবন্দরে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, অনেকটা সেরকম। এক একটি সানগ্লাস ৫ মিটার দূর পর্যন্ত ছবি তুলতে পারবে। বেশ কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করার পর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবারের মতো এই সানগ্লাস পরে পুলিশকর্মীরা ডিউটি করবেন।