
নয়া দিল্লি: সারাজীবনের এক অনন্য অভিজ্ঞতা। মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) অনুরোধ পেলেন দিল্লির ধর্মযাজক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রার্থনা করে, এক বিশেষ উপহারও পেলেন ফাদার নিকোলাস (Gather Nicholas)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিশেষ মুদ্রা উপহার হিসাবে তুলে দিয়েছেন ফাদার নিকোলাসের হাতে। ফাদার নিকোলাসও খালি হাতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেননি। এক বিশেষ ধরনের মিষ্টি জো বাইডেনকে উপহার দিয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছিল?
চলতি সপ্তাহের গোড়াতেই দিল্লির ধর্মযাজক ফাদার নিকোলাসকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পৃথকভাবে প্রার্থনায় অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছিল মার্কিন দূতাবাস। সেই অনুরোধ ফেলতে পারেননি ফাদার নিকোলাস। তাই ঘড়ি ধরে শনিবার সকাল ৯টা নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লির যে হোটেলে উঠেছেন, সেই মৈর্য শেরাটোন হোটেলে পৌঁছে যান ফাদার নিকোলাস। তাঁর সঙ্গে আরও কয়েকজন ক্যাথলিক অনুগামী ছিলেন। তারপর হোটেলের যে ঘরে উঠেছেন জো বাইডেন, সেই ঘরেই ফাদার নিকোলাস ও তাঁর সঙ্গে আগত ক্যাথলিক অনুগামীদের সঙ্গে যৌথভাবে প্রার্থনা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই প্রার্থনাসভায় অংশ নিয়েছিলেন বাইডেনের ব্যক্তিগত চিকিৎসকও। সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত, আধ ঘণ্টা প্রার্থনায় অংশগ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন দূতাবাস সূত্রে খবর, জো বাইডেন ক্যাথলিক ধর্মাবলম্বী। এদিন জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন সামিটে যোগ দেওয়ার আগে ধর্মাচরণের মধ্য দিয়ে দিন শুরু করতে চেয়েছিলেন। হোটেল থেকে বেরোনোর আগে প্রার্থনা করে বেরোনোর পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। তাই সপ্তাহের গোড়াতেই মার্কিন দূতাবাসের তরফে দিল্লির ধর্মযাজক ফাদার নিকোলাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
ধর্মযাজককে কী উপহার দিলেন বাইডেন?
এদিন সকালে প্রায় আধঘণ্টা প্রার্থনা সভায় অংশগ্রহণের পর ফাদার নিকোলাসের হাতে এক বিশেষ উপহার তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২৬১ নম্বর লেখা একটি মেডেল উপহার দেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের তরফে এই মেডেল কেবল বিশেষ ব্যক্তিদেরই উপহার দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই বিশেষ উপহার পেয়ে আপ্লুত ফাদার নিকোলাস।
ফাদার নিকোলাসকে উপহার মার্কিন প্রেসিডেন্টের।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফাদার নিকোলাস এক বিশেষ মিষ্টি উপহার দিয়েছেন, যার নাম BEBINCA। ইন্দো-পর্তুগীজ খাবার BEBINCA। এটি মূলত গোয়ার মিষ্টি। গোয়ার মিষ্টির রানি হিসাবে পরিচিত এটি। ফাদার নিকোলাসের তরফে এই উপহার পেয়ে খুশি মার্কিন প্রেসিডেন্টও।