২৪ ঘণ্টায় মৃত ৩৫৭, দৈনিক মৃত্যুতে ফের নয়া রেকর্ড রাজধানীতে

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 25, 2021 | 6:51 AM

দৈনিক ২৪ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলিতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট।

২৪ ঘণ্টায় মৃত ৩৫৭, দৈনিক মৃত্যুতে ফের নয়া রেকর্ড রাজধানীতে
শ্মশানে জ্বলতেই থাকছে চিতা। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: সংক্রমণে নয়, দৈনিক মৃত্যুতে নিত্যদিন রেকর্ড ভাঙছে দিল্লি। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টটায় রাজ্যে মোট ৩৫৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। এই নিয়ে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখের গণ্ডি পার করল।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক হলেও আক্রান্তের হার সর্বাধিক দিল্লিতে। বর্তমানে দিল্লির পজেটিভিটি রেট ৩২.২৭ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যাও প্রায় এক লাখের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ৯৩ হাজার ৮০। অন্যদিকে, বিগত কয়েকদিন ধরে রোগী মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮-এ।

রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৬৯৫ জন রোগী। প্রায় ৭৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে একদিনেই। টিকাকরণেও আনা হয়েছে গতি। গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৪৫৫ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার ৬১৫ জন টিকার প্রথম ডোজ় ও ১৪ হাজার ৮৪০ জন দ্বিতীয় ডোজ় নিয়েছেন।

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৫০ হাজার ২৮৫ জন। বাকিদের বিভিন্ন হাসপাতাল, কোভিড কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের শয্যা ও অক্সিজেন সঙ্কট।

Next Article