কুয়াশার চাদর সরিয়ে উত্তরে বাতাস ঢুকছে বঙ্গে। ফলে মরশুমের প্রথম দিকে শীতকাল উপভোগ করতে না পারলেও বঙ্গবাসীরা এখন লেপের তলায়,চাদরের আড়ালো তাড়িয়ে তাড়িয়ে শীতের মজা নিচ্ছেন। কারণ শনিবারও কনকনে ঠান্ডা জারি রয়েছে পশ্চিমবঙ্গে। এই দিকে বঙ্গে যখন ঠান্ডা হাওয়ার আগমন তখন শীতে কাঁপছেন দিল্লিবাসী। রাজধানীতে চরম শৈত্যপ্রবাহ এই মরশুমে নতুন রেকর্ড পার করল। (ছবি সৌজন্যে: PTI)
আজ দিল্লিতে সর্বিনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর রিজ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কম। কেন্দ্রীয় মৌসম ভবন অনুযায়ী, এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে শনিবার। (ছবি সৌজন্যে: PTI)
লোধি রোড, আয়ানগর ও রিজ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২ ডিগ্রি সেলসিয়াস, ৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও ১.৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের পূর্বাভাস, এমনিতে দুপুরের দিকে পরিষ্কারই আকাশ থাকবে। আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। (ছবি সৌজন্যে: PTI)
এদিকে দিল্লি ছাড়াও একাধিক রাজ্যের তাপমাত্রা প্রকাশ করেছে মৌসম ভবন। মধ্য প্রদেশের নাওগং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রাজস্থানের চুরুতে শূন্যে নেমে গিয়েছে পারদ। রাজস্থানের বিকানেরে গতকাল ০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা। (ছবি সৌজন্যে: PTI)