তিন দিন ধরে দাঁতের যন্ত্রণা, উদাসীন জেল কর্তৃপক্ষ, আদালতে সরব খালিদ

‘যদি জেলে দাঁতের ডাক্তার না পাওয়া যায়, তবে অভিযুক্তকে জেলের বাইরে নিয়ে গিয়েই চিকিৎসা করাতে হবে।’ এই নির্দেশ দিয়ে কার্যত উমরের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করল আদালত।

তিন দিন ধরে দাঁতের যন্ত্রণা, উদাসীন জেল কর্তৃপক্ষ, আদালতে সরব খালিদ
উমর খালিদ , ছবি: ফেসবুক
Follow Us:
| Updated on: Dec 17, 2020 | 5:26 PM

নয়া দিল্লি: তিন দিন ধরে বলেও লাভ হয়নি। দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন দিল্লির(Delhi) জহরলাল নেহরু বিশ্বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ(Umar Khalid) এখনও তিহার জেলের বন্দি। মেলেনি জামিন। এরমধ্যেই জেলে চিকিৎসার ঠিকঠাক পরিষেবা নেই বলে আদালতে অভিযোগ করেন এই তরুণ নেতা।

আরও পড়ুন : ওমপ্রকাশের বিরুদ্ধে ‘ছেলে ডাকার’ অভিযোগ, ঘেরাও-বিক্ষোভ জেইউ-তে

বুধবার উমর(Umar Khalid) কোর্টকে জানান, তিনদিন ধরে বলার পরেও চিকিৎসা হয়নি তাঁর। দাঁতের ব্যথায় ভুগছেন তিনি। জেলে দাঁতের ডাক্তার পাওয়া যায় না।এরপরই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দীনেশ কুমার জেল প্রশাসককে নির্দেশ দেন অবিলম্বে উমরের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ‘যদি জেলে দাঁতের ডাক্তার না পাওয়া যায়, তবে অভিযুক্তকে জেলের বাইরে নিয়ে গিয়েই চিকিৎসা করাতে হবে।’ এই নির্দেশ দিয়ে কার্যত উমরের(Umar Khalid) চিকিৎসা পরিষেবা নিশ্চিত করল আদালত।

আরও পড়ুন : মমতা লড়ুক, আমরাও লড়ব, বিজেপি বিরোধিতার প্রতিযোগিতা হোক: দীপঙ্কর ভট্টাচার্য

উল্লেখ্য , জেলে চিকিৎসা হয় না এমন দাবি নতুন নয়। ভীম কোরেগাঁও মামলায় অভিযুক্ত তেলেগু লেখক কবি ভারভারা রাও মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে জেলে পরিপূর্ণ পরিষেবা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এবার তিহার জেলেও পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন খালিদ।

আরও পড়ুন :  এক্সক্লুসিভ ঐশী: আমিই সরকার, আমিই দশ, আমিই দেশ, ইজ ইক্যুয়াল টু মোদীজী

প্রসঙ্গত, দিল্লির হিংসায় মদত দেওয়ার অভিযোগে ধৃত সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের নেতা উমর খলিদকে(Umar Khalid) গ্রেফতার করে দিল্লি পুলিস। উত্তর পশ্চিম দিল্লির সাম্প্রদায়িক হিংসার মামলার চার্জশিটে উমর খালিদ-সহ সিএএ-এনআরসি-বিরোধী আন্দোলনের অনেক নেতাকেই অভিযুক্ত করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিস। খালিদের বিরুদ্ধে দমনমূলক ইউপি-এ ধারাও জারি হয়েছিল। হিংসায় মদতদাতা হিসেবে কংগ্রেসের সলমন খুরশিদ, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাট, সিপিআই (এমএল) নেত্রী কবিতা কৃষ্ণন, ছাত্রনেতা কাওয়ালপ্রীত কৌর, বিজ্ঞানী গওহর রেজা, আইনজীবী প্রশান্ত ভূষণের নামও চার্জশিটে রাখা হয়।

আরও পড়ুন : যে কোনও পরিস্থিতিতে সামরিক ভাবে সম্পূর্ণ প্রস্তুত দেশ! বিজয় দিবসে হুঙ্কার জেনারেল অনিল চৌহানের

উমর খালিদের মুক্তি দাবি নিয়ে সরব হয়েছেন দু’শোরও বেশি শিক্ষাবিদ, লেখক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেই তালিকায় ছিলেন নোম চমস্কি, মীরা নায়ার, অমিতাভ ঘোষ, সলমন রুশদি, অরুন্ধতী রায়, রত্না পাঠক শাহ, পি সাইনাথেরা।