নয়া দিল্লি: আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন। প্রগতি ময়দানে সদ্য উদ্বোধন হওয়া ভারত মণ্ডপমে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলির নেতারা। তাঁদের সঙ্গে থাকবেন হাজার হাজার প্রতিনিধিরা। তাঁদের নিরাপত্তা এবং মসৃণ যাতায়াত নিশ্চিত করতে, জাতীয় রাজধানী এলাকায় বেশ কিছু বিধিনিষেধ জারি রয়েছে দিল্লি পুলিশ। এই অবস্থায় ৮ থেকে ১০ সেপ্টেম্বর, অর্থাৎ, আগামী সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নয়া দিল্লিতে প্রায় লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হবে বলে রিপোর্ট করেছিল বেশ কয়েকটি সংবাদ সংস্থা। কিছু ভ্রমণ সংস্থার পক্ষ থেকেও, এই সময় দিল্লি ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর), এই জল্পনা উড়িয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, দুই দিনের শীর্ষ সম্মেলন চলাকালীন নয়া দিল্লিতে প্রয়োজনীয় সকল পরিষেবা চালু থাকবে।
জি২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে সেজে উঠেছে নয়া দিল্লি। তবে, শীর্ষ সম্মেলন চলাকালীন কী কী বিধিনিষেধ জারি করা হবে, তা নিয়ে গত কয়েকদিন ধরে ধন্দে পড়েছিলেন সাধারণ মানুষ। সেই ধন্দ দূর করতেই এই বিষয়ে স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করল দিল্লি ট্র্যাফিক পুলিশ। এদিন তারা এক বিবৃতিতে জানিয়েছে, জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন, ৮ থেকে ১০ সেপ্টেম্ব, সমগ্র দিল্লি খোলা থাকবে। শুধুমাত্র নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল বা এনডিএমসি-র আওতাদীন এলাকার একটা ছোট অংশে বিধিনিষেধ জারি থাকবে।
দিল্লি ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা দেখেছি, জি২০ শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে নয়া দিল্লি এলাকায় যে বিধিনিষেধ আরোপ করা হবে, তার ভুল ব্যাখ্যা করছে কিছু সংবাদ সংস্থা। মানুষের কাছে তারা ভুল বার্তা দিচ্ছে। বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করছে। যার ফলে, জনসাধারণ এবং পাঠকদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা আবারও জানাতে চাই, এনডিএমসির একটি ছোট অংশে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংবাদ সংস্থাগুলির কাছে আমাদের অনুরোধ, আমরা যে বিজ্ঞপ্তি জারি করছি, তার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে সঠিক বিবরণ প্রকাশ করুন। জনগণের কাছে যাতে কোনও অস্পষ্ট বার্তা না যা, সেদিকে নজর রাখুন।”
IMPORTANT INFORMATION
Don’t believe in rumours!#G20Summit pic.twitter.com/bLbopi5azh— Delhi Police (@DelhiPolice) September 5, 2023
কী কী খোলা, কী কী বন্ধ?