জম্মু: কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সীমানা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়েছিল। অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর সেটাই ছিল নরেন্দ্র মোদীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলির প্রথম কোনও বড় বৈঠক। সেই বৈঠকের পর সীমানা পূনর্বিন্যাস কমিশন মঙ্গলবারই শ্রীনগর পৌঁছচ্ছে। যেখানে পিওপলস ডেমক্রেটিক পার্টি বাদে বাকি সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সীমানা পূনর্বিন্যাস কমিশনের আধিকারিকরা।
সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে সীমানা পূনর্বিন্যাস কমিশন। চার দিনের এই জম্মু ও কাশ্মীর সফরে জেলা আধিকারিক ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সীমানা পূনর্বিন্যাস কমিশনের আধিকারিকরা। অবসপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে সীমানা পূনর্বিন্যাস কমিশনের এই ৪ দিনের সফর স্থির হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের উপস্থিতিতে। ৬ জুলাই থেকে ৯ জুলাই ভূ-স্বর্গে থাকবে সীমানা পূনর্বিন্যাস কমিশন।
সূত্রের খবর, সীমানা পূনর্বিন্যাস কমিশন ৬ জুলাই শ্রীনগরে, ৭ জুলাই দক্ষিণ কাশ্মীরে ও ৮ জুলাই জম্মুতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। প্রত্যেক দলের প্রতিনিধিদের সঙ্গে শ্রীনগরে সাক্ষাৎ হবে কমিশনের। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল তাদের প্রতিনিধি ঠিক করে ফেলেছে। জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিত্ব রবেন আবদুল রহিম রাথার, মহম্মদ শাফি, মিলন আলতাফ আহমদ, নাসির আসলাম ওয়ানি ও সকিনা ইট্টু। পন্থর্স পার্টি থেকে থাকবেন সায়েদ মাসুব আন্দ্রাবি, মনজুর আহমেদ নায়ক, হকিকত সিং জামওয়াল, ফারুক আহমেদ দর এবং হাকিম আরিফ আলি।
জম্মু ও কাশ্মীর পিওপল কনফারেন্সের পক্ষ থেকে থাকবেন বশির আহমেদ দর, মনসুর হোসেন সোহওয়ার্দি, মহম্মদ খুরশিদ আলম, মহম্মদ আশরফ মির। এ ছাড়াও অপনি পার্টি, বিজেপি, বিএসপি, সিপিআই ও সিপিআইএম পার্টির প্রতিনিধিরা সীমানা পূনর্বিন্যাস কমিটির সঙ্গে বৈঠক করবেন। তবে শ্রীনগরে বৈঠকের জন্য জম্মু ও কাশ্মীরের অন্যতম বড় দল পিওপলস ডেমক্রেটিক পার্টি কোনও প্রতিনিধি নির্বাচন করেনি।
আরও পড়ুন: ‘টুইটার কি ভাবছে যতদিন ইচ্ছা সময় নেবে…’, কড়া বার্তা হাইকোর্টের