Video: ‘বাসের তলায় মরুন…’, দেড়কোটির গাড়িতে ধাক্কা লাগতেই খেপে লাল নেত্রী

H. D. Deve Gowda's daughter in law: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁকে ওই বাইক-আরোহীকে হেনস্থা করার পাশাপাশি, বারংবার তাঁর দেড় কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে গর্ব করতে দেখা যায়। এই ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে পড়তেই, নেটিজেনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভবানী রেবান্নার স্বামী হলেন এইচডি দেবগৌড়ার বড় ছেলে এইচডি রেবান্না।

Video: বাসের তলায় মরুন..., দেড়কোটির গাড়িতে ধাক্কা লাগতেই খেপে লাল নেত্রী
গাড়িতে ধাক্কা লাগতেই খেপে লাল ভবানী রেবান্নাImage Credit source: Twitter

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 04, 2023 | 7:49 PM

বেঙ্গালুরু: রাস্তার ভুল দিক দিয়ে এসে কোনও বাইক-আরোহী গাড়িতে ধাক্কা মারলে রাগ হতেই পারে। কিন্তু তাই বলে কেউ সেই বাইক-আরোহীর মৃত্যু কামনা করবেন! এমনটাই ঘটিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (সেকুলার) দলের নেতা এইচডি দেবগৌড়ার পুত্রবধূ ভবানী রেবান্না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁকে ওই বাইক-আরোহীকে হেনস্থা করার পাশাপাশি, বারংবার তাঁর দেড় কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে গর্ব করতে দেখা যায়। এই ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে পড়তেই, নেটিজেনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভবানী রেবান্নার স্বামী হলেন এইচডি দেবগৌড়ার বড় ছেলে এইচডি রেবান্না। তিনি কর্নাটকের বর্তমান বিধানসভার সদস্য। তাঁদের দুই ছেলে প্রজ্বল এবং সুরজ রেবান্নাও যথাক্রমে সাংসদ এবং বিধান পরিষদের সদস্য।

সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত শুক্রবার। ওইদিন ভবানী রেবান্না উদিপিতে তার নিজ শহর সালিগ্রামে গিয়েছিলেন জায়গাটি বেঙ্গালুরু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। যাওয়ার পথে, এক বাইক-আরোহী তাঁর গাড়িকে ওভারটেক করতে গিয়েছিলেন। সেই সময় ভবানীর গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল বাইকটির। যার ফলে তাঁর টয়োটা ভেলফায়ার গাড়িটির কিছুটা ক্ষতি হয়। এই ক্ষেত্রে কার দোষ ছিল, তা স্পষ্ট নয়। তবে, দুর্ঘটনার পরই ওই বাইক-আরোহীর উপর চেচামেচি করতে শুরু করেছিলেন ভবানী রেবান্না।

প্রায় ৭ মিনিট দীর্ঘ ভিডিয়ো ফুটেজে বাইক আরোহীকে লক্ষ্য করে ভবানী রেবান্নাকে বলতে শোনা যায়, “মরতে চাইলে বাসের নিচে গিয়ে মরলেই পার। কেন তুমি ভুল দিক দিয়ে বাইক চালাচ্ছিলে?” জনতা দল (সেকুলার) দলের প্রধানের পুত্রবধূকেও বাইক-আরহীকে লক্ষ্য করে কটু ভাষা ব্যবহার করতেও শোনা গিয়েছে। সেই সঙ্গে তাঁকে বারবার বলতে শোনা যায়, তাঁর গাড়িটির দাম ১.৫ কোটি টাকা। বাইক আরোহীকে ভবানী রেবান্না বলেন, “আপনি কি আমার গাড়ি মেরামতের জন্য ৫০ লক্ষ টাকা দিতে পারবেন?” পরে এক পথচারীকে দেখা যায় জেডিএস নেত্রীকে শান্ত করার চেষ্টা করতে।


দুর্ঘটনার ক্ষেত্রে দোষ যাঁরই থাক, এই ভিডিয়োর প্রতিক্রিয়ায় বহু মানুষই ভবানী রেবান্নার আচরণের সমালোচনা করেছেন। গাড়ির দাম নিয়ে তাঁর বড়াই করার নিন্দা করেছেন। বেশিরভাগ মানুষই ভবানী রেবান্নাকে ‘অহংকারী’ বলেছেন। তবে, কেউ কেউ তাঁর প্রতি সমর্থনের হাতও বাড়িয়ে দিয়েছেন। এই অংশের মতে, বাইক-আরোহীর রাস্তার ভুল দিক দিয়ে বাইক চাবলানো উচিত হয়নি। তবে তাঁদের বাকিরা মনে করিয়ে দিচ্ছেন, বাইক-আরোহীর ভুলের জন্য ভবানী রেবান্নার ঔদ্ধত্বপূর্ণ আচরণকে সমর্থন করা যায় না। পরে স্ত্রীয়ের কটু মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন এইচডি রেবান্না।