নয়াদিল্লি: জীবনে সমস্যা আসবে। চ্যালেঞ্জ আসবে। সেইসময় ধৈর্য ধরতে হবে। সমস্যা শুধুমাত্র সহনশীলতার পরীক্ষা। দেশের যুবসমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে দেশের যুবসমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “জীবনে শর্টকাট বলে কিছু নেই।” একইসঙ্গে তাঁর বক্তব্য, জীবনের উদ্দেশ্য খোঁজার আগে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে, কোনও শক্তি কোনও উদ্দেশ্যেই তাঁকে পাঠিয়েছে।
এদিন পডকাস্ট শো-তে প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক সংকট, প্রত্যেক চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখি। তাই, প্রত্যেক যুবক-যুবতীকে বলব, ধৈর্য ধরো। জীবনে কোনও শর্টকাট নেই।”
যেসব যুবক-যুবতী জীবনের উদ্দেশ্য খুঁজছে, তাদের জন্য কী পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী? মোদীকে প্রশ্ন করেন ফ্রিডম্যান। জবাবে যুবসমাজেরে উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি এখানে কোনও উদ্দেশ্যে এসেছি। কোনও শক্তি পাঠিয়েছে। এবং আমি একা নই। যিনি আমায় পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গে সবসময় রয়েছে। এই বিশ্বাস সবসময় আমাদের মধ্যে থাকতে হবে।”
নিজের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কখনও একা অনুভব করি না। আমি ১+১ তত্ত্বে বিশ্বাস করি। একজন মোদী। আর অন্যজন ঈশ্বর। আমি কখনই একা থাকি না, কারণ ঈশ্বর সবসময় আমার সঙ্গে রয়েছে।” এরপরই মোদী বলেন, তাঁর সঙ্গে ঈশ্বর ও ১৪০ কোটি ভারতীয় রয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “সমস্যা হল সহনশীলতার পরীক্ষা। আমাকে পরাজিত করার জন্য নয়। কষ্ট আমাকে আরও কঠিন করে তোলে।” শেখা কখনও বন্ধ করা উচিত নয় বলেও যুব সমাজকে বার্তা দেন মোদী।