Khusboo Patani: পর্দার নয়, বাস্তবের ‘হিরো’, পরিত্যক্ত শিশু কন্যাকে উদ্ধার করলেন দিশা পাটানির দিদি, নিলেন বড় দায়িত্ব

Girl Child Rescue: দিশা-খুশবুদের বাড়ির পিছনেই একটি পরিত্যক্ত বাড়িতে ওই শিশুটিকে কেউ রেখে গিয়েছিল। সকালে হাঁটতে বেরিয়েই খুশবুর কানে আসে কান্নার আওয়াজ। তা অনুসরণ করেই শিশুটির কাছে পৌঁছন অভিনেত্রীর দিদি।

Khusboo Patani: পর্দার নয়, বাস্তবের হিরো, পরিত্যক্ত শিশু কন্যাকে উদ্ধার করলেন দিশা পাটানির দিদি, নিলেন বড় দায়িত্ব
দিশা পাটানির সঙ্গে খুশবু পাটানি। পাশে উদ্ধার হওয়া শিশু। Image Credit source: Instagram

|

Apr 21, 2025 | 9:36 AM

লখনউ: বোন পর্দার হিরোইন, আর দিদি বাস্তবের। দিশা পাটানির দিদি খুশবু পাটানিকে চেনেন অনেকেই। বোনের মতোই ডাকসাইটে সুন্দরী হলেও, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন খুশবু। এবার তিনি উদ্ধার করলেন পরিত্যক্ত এক শিশু কন্যাকে। খুশবুর এই পদক্ষেপে বাহবা দিচ্ছেন সবাই।

প্রাক্তন সেনা অফিসার খুশবু পাটানি। নামের আগে বসে মেজর পদবী। বরৈলিতে তাঁর বাড়ির পিছন থেকেই এক ছোট্ট শিশুকে উদ্ধার করেন তিনি। ধুলো-ময়লার মধ্যে শুয়েছিল ওই কন্যা শিশু। খুশবু তাঁকে দেখতে পেয়ে গায়ে হাত বুলিয়ে সান্তনা দেয়, উদ্ধার করে বের করে আনে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুশবু জানিয়েছেন, শিশুটি যাতে ভালভালে বেড়ে ওঠে এবং ভাল পরিবার পায়, তার দায়িত্ব নিচ্ছেন।

জানা গিয়েছে, বরৈলিতে দিশা-খুশবুদের বাড়ির পিছনেই একটি পরিত্যক্ত বাড়িতে ওই শিশুটিকে কেউ রেখে গিয়েছিল। সকালে হাঁটতে বেরিয়েই খুশবুর কানে আসে কান্নার আওয়াজ। তা অনুসরণ করেই শিশুটির কাছে পৌঁছন অভিনেত্রীর দিদি। শিশুটি মাটিতে শুয়ে কাঁদছিল, মুখে আঘাতের চিহ্ন ছিল। শিশুটিকে একটু শান্ত করেই খুশবু প্রথমে নিজের বাড়িতে আনেন এবং তাঁর শুশ্রষা করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করিয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

সোশ্যাল মিডিয়াতেও গোটা ঘটনাটি পোস্ট করেন খুশবু পাটানি। পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুলিশ, প্রশাসন সকলকেই ট্যাগ করে লেখেন, “জাকো রাখে সাইয়া, মার সাকে না কোই। আশা করি কর্তৃপক্ষ ওর সঠিক দেখভাল করবে। দয়া করে দেশের কন্যা সন্তানদের রক্ষা করুন! কতদিন চলবে এইসব? ওঁ যাতে সঠিক হাতে যায় এবং ওঁর ভবিষ্যত যাতে উজ্জ্বল হয়, তা নিশ্চিত করব আমি।”

সার্কেল অফিসার পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে ওই শিশুটিকে ফেলে গিয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।