চেন্নাই: প্রচারে গিয়ে নেতাদের বহু সময়ই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। নেতাদের জিনিস খোয়া যাওয়াও খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু অভিযোগটা যদি উল্টো হয়? ডিএমকে নেতার বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। এক মহিলা কর্মীর হাত থেকে বালা চুরি করার চেষ্টা করছিলেন ওই নেতা, এমনটাই অভিযোগ। বিজেপির তরফে সেই ঘটনার ভিডিয়োও পোস্ট করা হয়েছে।
এ দিন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে রাজ্যের শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজ়াগাম বা ডিএমকে-র নেতা তথা কুনুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হুসেন এক মহিলার হাত থেকে বালা খুলে নেওয়ার চেষ্টা করছেন।
৩০ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সকলে মিলে হিন্দি ভাষার বিরুদ্ধে শপথ নিচ্ছেন। সেখানেই ডিএমকে নেতাকে দেখা যায়, পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার হাত থেকে বালা খোলার চেষ্টা করছেন। অপর এক মহিলা ওই নেতার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও, তিনি ফের একই কাজ করার চেষ্টা করেন।
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன்.
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது! pic.twitter.com/1wQKadFcnY
— K.Annamalai (@annamalai_k) March 4, 2025
বিজেপি নেতা আন্নামালাই ওই ভিডিয়ো পোস্ট করে লেখেন, “ডিএমকে মুখোশধারী চোরে ভর্তি। থিরুট্টা (চোর) ও ডিএমকে-কে আলাদা করা যায় না!” ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। তোলপাড় তামিল রাজনীতি। কেউ প্রশ্ন তুলেছেন যে কীভাবে দলের বড় নেতাদের সামনে দাঁড়িয়েই এমন কাজ করল ওই কাউন্সিলর। কেউ আবার সমালোচনা করে লিখেছেন, “বাকি দলে ১০ শতাংশ নেতা-কর্মীরা মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আর ডিএমকে-তে ৯০ শতাংশ নেতাই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।