‘হি-ম্যান’ ভৈরব, রক্ত দিয়ে ল্যাব্রাডরের প্রাণ বাঁচাল ডোবারম্যান, বাহবা নেটিজেনদের

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 01, 2024 | 2:31 PM

Blood Donation: শহরের একটি ভেটেরিনারি ক্লিনিকে (পশু চিকিৎসাকেন্দ্র) ৯ বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয়। কুকুরটির হিমোগ্লোবিন ৩-এ নেমে এসেছিল। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। 

হি-ম্যান ভৈরব, রক্ত দিয়ে ল্যাব্রাডরের প্রাণ বাঁচাল ডোবারম্যান, বাহবা নেটিজেনদের
ল্যাব্রাডরকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল ডোবারম্যান।
Image Credit source: TV9 ভারতবর্ষ

Follow Us

বেঙ্গালুরু: রক্তদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়। সঠিক সময়ে রক্ত না পেলে, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিপদের মুহূর্তে অনেক কাছের লোক যেমন পর হয়ে যায়, তেমনই অনেক সময় অচেনা মানুষই রক্তদান করে জীবনদাতা হয়ে ওঠে। রক্তদান করে মানুষের জীবন বাঁচানোর কাহিনি শোনা যায়, তবে রক্ত দিয়ে কুকুর প্রাণ বাঁচিয়েছে, এমন শুনেছেন কখনও?

অবিশ্বাস্য মনে হলেও, সত্যিই এমন হয়েছে। কর্নাটকের কোপ্পালে এক কুকুর রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে অন্য একটি কুকুরের। শহরের একটি ভেটেরিনারি ক্লিনিকে (পশু চিকিৎসাকেন্দ্র) ৯ বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয়। কুকুরটির হিমোগ্লোবিন ৩-এ নেমে এসেছিল। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।

কিন্তু এত তাড়াতাড়ি রক্ত মিলবে কোথা থেকে? পশু চিকিৎসক বাসবরাদ পুজারা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা চিকিৎসকের প্রস্তাবে রাজিও হয়ে যান। ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যান ভৈরব-কেও নিয়ে আসেন। ভৈরবের সঙ্গেই রক্তের নমুনা মিলে যাওয়ায়, রক্ত দেয় ওই ডোবারম্যান। ১২ মিনিটের মধ্যে ৩০০ মিলি রক্ত দেয় ভৈরব। প্রাণ বাঁচে ওই ল্যাব্রাডরের।

Next Article